বাংলা টেলিভিশনের ইতিহাসে এক আইকনিক সিরিয়াল (Bengali Serial) হয়ে থাকবে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। এখন যেখানে ২-৩ মাসে ধারাবাহিক শেষ হয়ে যায়, সেখানে এই সিরিয়ালে টানা আড়াই বছর চলেছে। তবে যা শুরু হয়, তাকে একদিন না একদিন তো শেষ হতেই হয়। ‘মিঠাই’র ক্ষেত্রেও অন্যথা হবে না। শীঘ্রই পথচলা শেষ হতে চলেছে উচ্ছেবাবু এবং মিঠাইরানীর।
‘মিঠাই’ শেষ হওয়ার খবর আগেই পেয়ে গিয়েছিলেন বাংলা সিরিয়ালপ্রেমী (Serial) মানুষরা। জানা গিয়েছিল, আগামী ১১ জুন শেষ পর্ব সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের। সেই মতো মানসিক প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছিলেন ‘মিঠাই’প্রেমী দর্শকরা। তবে শেষ মুহূর্তে এসে জানা গেল, ১১ জুন নয়, বরং তারও আগে শেষ হবে এই সিরিয়াল। ‘মিঠাই’ শেষের দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
দীর্ঘ আড়াই বছর সম্প্রচারিত হওয়ার পর শেষ হচ্ছে ‘মিঠাই’। কমবেশি সকলেরই বেশ মন খারাপ। এর মধ্যে অন্তিম পর্ব সম্প্রচারের দিন আরও এগিয়ে এসেছে শুনে দর্শকদের কষ্ট আরও কিছুটা বেড়ে গিয়েছে। শেহস মুহূর্তে কেন এমনটা করা হল? অনেকেই তুলছেন এই প্রশ্ন।
সকলেই জানতেন, আগামী ১১ জুন তথা রবিবার পর্যন্ত টিভির (Television) পর্দায় ‘মিঠাই’ দেখা যাবে। এরপর ১২ জুন থেকে সন্ধ্যা ৬টার স্লটে দেখা যাকে ‘গৌরী এলো’। কিন্তু নতুন খবর অন্য কথা বলছে। জানা যাচ্ছে, ‘মিঠাই’কে ১১ জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে নারাজ নির্মাতারা।
সূত্রের খবর অনুযায়ী, ১১ জুনের পরিবর্তে আগামী ৯ জুন ‘মিঠাই’র অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। এরপর ১০ এবং ১১ তারখ ‘খেলনা বাড়ি’র এক ঘণ্টার মহাপর্ব দেখানো হবে জি বাংলার। অর্থাৎ রবিবার নয়, শুক্রবারই শেষ হয়ে যাবে ‘মিঠাই’র পথচলা।
একসময় টিআরপি তালিকায় রাজত্ব করেছে জি বাংলার এই ধারাবাহিক। সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে ‘মিঠাই’। কিন্তু এখন টিআরপি কমেছে। সেই জন্য ‘মিঠাই’কেও এর চেয়ে বেশি এগিয়ে নিয়ে নারাজ নির্মাতারা। ‘সুখে দুঃখে মিষ্টি মুখে’ আগামী ৯ জুনই দর্শকদের থেকে চিরবিদায় নেমে এই সিরিয়াল।