বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা হলেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। বয়স ৮২ হয়ে গিয়েছে। এই বয়সে এসে অধিকাংশ মানুষ শুয়ে-বসে আরাম করে দিন কাটাতে চান। কিন্তু ব্যতিক্রম পরাণবাবু। এই বয়সেও চুটিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি জানা যায়, টলিপাড়ার এই নামী অভিনেতা ‘গুরুতর’ অসুস্থ (Unwell) হয়ে পড়েছেন।
সপ্তাহের শুরুতেই পরাণবাবু অসুস্থতার খবর শোনা যায়। মঙ্গলবার থেকে সিনেপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে, বর্ষীয়ান অভিনেতা বেশ অসুস্থ হয়ে পড়েছেন। সেই জন্য শ্যুটিংও বাতিল করেছেন তিনি। কিন্তু হঠাৎ করে কী হল তাঁর? খবর নেওয়ার জন্য এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়।
গতকাল বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, পরাণবাবু ‘গুরুতর’ অসুস্থ। বিশ্রাম নেওয়ার জন্য শ্যুটিং বাতিল করেছেন তিনি। সত্যিই কি তাই? এই প্রশ্ন রাখা হয়েছিল ‘টনিক’ অভিনেতার সামনে। প্রথমেই ‘গুরুতর’ অসুস্থতার খবর মানতে অস্বীকার করেন তিনি। এরপর জানান, শরীর খারাপ হলেও তা মোটেই গুরুতর নয়।
পরাণবাবু বলেন, ‘সর্দি গরমি হয়েছে। ঠাণ্ডা গরমে ঠাণ্ডা লেগে আমার গলা বসে গিয়েছে। চিকিৎসক কিছুদিন গলার যত্ন নিতে বলেছেন। ঠিক হয়ে যাবে’। অভিনেতার কথা শুনেই বোঝা গিয়েছে, তাঁর শরীর খারাপ নিয়ে যে সংবাদ রটানো হচ্ছে তা অতিরঞ্জিত। যা হয়েছে তার চেয়ে বড় করে প্রস্তুত করা হচ্ছে।
পরাণবাবু এমন একজন অভিনেতা যিনি শুধুমাত্র সিনেমা নয়, ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করছেন। সম্প্রতি অয়ন চক্রবর্তীর ‘নিখোঁজ’ সিরিজে দেখা মিলেছে তাঁর। এছাড়াও অভিনেতার হাতে ধরেছে ‘প্রধান’ ছবিটি। অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলি সুপারস্টার দেব এবং ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা কুণ্ডু।
দেব-পরাণ জুটি যে দর্শকদের দারুণ পছন্দের তা ‘টনিক’র সময়েই বেশ বোঝা গিয়েছিল। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল দুই তারকাকে। ‘প্রধান’র সাফল্য নিয়েও তাই আশাবাদী নির্মাতারা। আগামী আগস্ট মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং।