• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাঁচ নম্বর বিয়েটাও টিকল না! আবারও ডিভোর্সের পথে পরীমণি

বাংলাদেশের চর্চিত অভিনেত্রীদের (Bangladeshi Actress) নামের তালিকা যদি বানানো হয় তাহলে সেখানে ওপরের দিকেই স্থান করে নেবেন পরীমণি (Porimoni)। কর্মজীবনের চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। কখনও মাদক কাণ্ডে নাম জড়িয়েছেন তাঁর, কখনও আবার বৈবাহিক জীবনের সৌজন্যে আলোচনার বিষয়বস্তু হয়েছেন তিনি। এই মুহূর্তে অভিনেতা শরিফুল রাজের (Sariful Razz) সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ।

একাধিক বিয়ে করে কার্যত রেকর্ড গড়েছেন পরীমণি। প্রথম চার বিয়ে ভাঙার (Divorce) পর শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন অভিনেত্রী। কিন্তু এখন তাঁর পঞ্চম বিবাহেও নানান ধরণের সমস্যা দেখা দিয়েছে। কয়েকদিন আগেই পরীমণির স্বামীর বেশ কিছু আপত্তিকর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, সেখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত।

   

Porimoni and Sariful Razz, Porimoni and Sariful Razz divorce

ওপার বাংলার অভিনেত্রী তানজিন তিশা এবং সুনেহরা বিনতে কামালের সঙ্গে রাজের কিছু আপত্তিকর ভিডিও নিয়ে গত কয়েকদিন ধরে ঝড় উঠেছে ওপার বাংলার সংবাদমাধ্যমে। সেই ঝড়ে আঁচ এসে পড়েছে পরীমণি এবং রাজের বিবাহিত জীবনেও। যদিও এই প্রথম নয়, এর আগেও একবার তাঁদের সম্পর্কে টানাপোড়েন এসেছিল।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য সেবার ঝড় উঠেছিল পরীমণি এবং রাজের সংসারে। তবে ছেলের মুখের দিকে তাকিয়ে ফের এক হন তাঁরা। কিন্তু এবার ফের এক ভিডিওর সৌজন্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তবে এবার আর মেনে নিতে রাজি নন পরীমণি। সরাসরি স্বামীর থেকে ডিভোর্স চেয়ে বসলেন তিনি।

Porimoni and Sariful Razz, Porimoni and Sariful Razz divorce

সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানে সবার সামনেই স্বামী রাজকে নিয়ে সমালোচনা করেন তিনি। পাশাপাশি বলেন, এই সম্পর্ক টিকিয়ে রাখার প্রচুর চেষ্টা তিনি করেছেন। তবে বর্তমানে সেই চেষ্টা করা আর সম্ভব হচ্ছে না।

রাজের স্ত্রী হিসেবেও নিজেকে পরিচয় দিতে আর রাজি নন পরীমণি। তাঁর কথায়, এই সম্পর্ক তিনি আর এগিয়ে নিয়ে যেতে চান না। যত দ্রুত সম্ভব রাজ যেন তাঁকে ডিভোর্স দিয়ে সম্পর্ক শেষ করে দেন একথা বলেন অভিনেত্রী। এসব কঠিন কথা বলার সময় বেশ কয়েকবার কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, গত ২৯ মে থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত। রাজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা মিলেছিল, সুনেহরা এবং তিশার। অভিনেতার প্রোফাইল থেকে সেই ভিডিও কে শেয়ার করল তা এখনও অজানা। এই প্রসঙ্গে রাজ জানান, সুনেহরা এবং তিশা স্রেফ তাঁর বহুদিনের বন্ধু।

site