জি বাংলার (Zee Bangla) ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maiti)। তাঁর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাচ্ছে টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে (Biswarup Bandyopadhyay)। ঈশান-গৌরীর জুটি দর্শকদের ভীষণ পছন্দের। বাস্তব জীবনে এই দুই তারকার মধ্যে বয়সের অনেকটা ফারাক থাকলেও, তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখার মতো।
সিরিয়ালের ঈশান-গৌরীর কেমিস্ট্রি থেকে চোখ সরে না দর্শকদের। পর্দার মতো বাস্তবেও তাঁদের মধ্যে দারুণ বন্ডিং। বিশ্বরূপের থেকে প্রায় ১৮ বছরের ছোট মোহনা। তবে তা সত্ত্বেও তাঁরা খুব ভালো বন্ধু। সম্প্রতি ‘গৌরী এলো’র এই দুই তারকা উপস্থিত হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ (Didi Number One)। সেখানে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্বন্ধিত একাধিক তথ্য ফাঁস করে দেন অভিনেতা।
‘দিদি নম্বর ১’এ মাঝেমধ্যেই বহু তারকারা খেলতে আসেন। সম্প্রতি জি বাংলার একাধিক নামী সিরিয়ালের তারকারা জুটি বেঁধে হাজির হয়েছিলেন। তখনই রচনার সঙ্গে কথার ছলে বিশ্বরূপ জানান, শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন মোহনা। শুধু তাই নয়, পাত্রও ঠিক হয়ে গিয়েছে।
পর্দায় ১০ বছরের মেয়ের মা হয়ে গেলেও বাস্তবে মোহনার বয়স মাত্র ১৮। এত কম বয়সেই বিয়ে? সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা এক ভিডিওয় দেখা যাচ্ছে রচনা মোহনাকে জিজ্ঞেস করছেন, ‘কেমন আছো? ‘গৌরী এলো’ নিয়ে কতখানি ব্যস্ত?’ উত্তরে পর্দার গৌরী বলেন, ‘সিরিয়ালের ব্যস্ততা আছে। তবে আগেরবার এসে বলেছিলাম যে সামনে একটা পরীক্ষা আছে। সেটা হয়ে গিয়েছে। সেই জন্য চাপটা একটু কম’।
গৌরী একথা বলার পরেই তাঁকে নিয়ে মজা শুরু করেন বিশ্বরূপ। পর্দার ইশান বলেন, ‘ওই একটা সময় ছেলেরা যে গতিতে পড়াশোনা করলে পরিবারে বলা হতো, আর মাত্র ২ বছর কাটিয়ে ফেল তারপর একটা পানের দোকান করে দেন। আর মেয়েদের ক্ষেত্রে বলা হতো, আর ২ বছর কাটিয়ে ফেল তারপরেই বিয়ে দিয়ে দেব। মোহনা এখন সেদিকেই এগোচ্ছে’। এরপরেই রচনা জিজ্ঞেস করেন, ‘তাহলে কি গৌরী বিয়ে করতে চলেছে?’
সঙ্গে সঙ্গে বিশ্বরূপ বলেন, ‘হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই। আমরা তো পাত্রও খুঁজে রেখেছি’। অনস্ক্রিন স্বামীর মুখ থেকে একথা শুনে একেবারে আকাশ থেকে পড়েন মোহনা। হাত নেড়ে বিশ্বরূপের কথার প্রতিবাদও জানান তিনি। মোহনা-বিশ্বরূপের অফস্ক্রিন এই খুনসুটি দেখে বেশ ভালোলেগেছে দর্শকদেরও।