দীর্ঘ আড়াই বছরের সফর শেষে এবার একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। মোটে আর এক সপ্তাহ সম্প্রচার হবে এই সিরিয়ালের। যদিও এখনও টিভির পর্দার নিয়মিত এসে ধরা দিচ্ছে গোটা মোদক পরিবার।
তবে সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং শেষ হয়ে যাওয়ায় এখন বেশ মন খারাপ এই সিরিয়ালের ভক্তদের। এরই মধ্যে ভক্তদের মন ভালো করে দিয়ে সকলের মুখে হাসি ফোটালেন সকলের প্রিয় উচ্ছে বাবু। এদিন ২০ তম টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে সিদ্ধার্থ মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের ঝুলিতে।
নজরুল মঞ্চের এই জমকালো সন্ধ্যায় ঝলমলে হলুদ পাঞ্জাবিতে হাজির হয়েছিলেন পর্দার সিদ্ধার্থ মোদক। তবে এদিনের এই মঞ্চে আদৃতের কাছে বিশেষ পাওনা হয়ে রইল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর মতো খ্যাতনামা অভিনেতার হাত থেকে পুরস্কার পাওয়া।
মিঠাই সিরিয়ালের জন্য পুরস্কার নিয়ে এদিন আদৃতকে বলতে শোনা যায় ‘চঞ্চল স্যারের আর্শীবাদ পেয়ে গেছি আর কী চাই! আমি ভাবতে পারিনি চঞ্চল স্যারের সঙ্গে একই ভেনুতে আমি থাকব। অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলব তোমরা সিদ্ধার্থ মোদককে এত ভালোবাসা দিয়েছো, আগামিদিনেও যেন এইভাবেই ভালো কাজ করতে পারি, যাতে তোমরা আমাকে ভালোবাসো। জয় গোপল’।
এরপর মঞ্চে দাঁড়িয়ে ‘বলে দে, বোলে দে’ গান গাইতে শোনা যায় আদৃতকে।এছাড়া এদিন মঞ্চে উপস্থিত চঞ্চল চৌধুরীর পা ছুঁয়ে আর্শীবাদ নিয়ে আদৃত বলে ওঠেন ‘ওঁনার ৫% যদি আমারা ডেলিভার করতে পারি তাহলে অভিনেতা হিসাবে জীবন স্বার্থক’। এরপরেই একসঙ্গে কাজ করার প্রশ্ন শুনেই হাসিমুখে আদৃত বলেন ‘সেই যোগ্যতা হয়নি আমার’।
প্রসঙ্গত ইতিমধ্যেই মিঠাই সিরিয়ালের অন্যান্য অভিনেতারা অন্যান্য প্রজেক্টের হাত ধরে ফিরছেন একে একে। তাই আগামী দিনে আদৃতের কি পরিকল্পনা জানতে চাওয়া হলে অভিনেতা জানিয়েছেন তাঁর হাতে বেশ কিছু স্ক্রিপ্ট রয়েছে। তবে তার যদি মনে হয় তিনি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবেন তবে তিনি আবার নতুন কাজে ফিরবেন।