বলিউড (Bollywood) তারকাদের বিয়ে (Marriage) মানে তা হবে একেবারে স্বপ্নের মতো। এমন অনেক বলি সেলেব রয়েছেন যারা কোটি টাকা খরচ করে বিদেশে কিংবা ডেস্টিনেশন ওয়েডিং করেছেন। তবে আপনি কি জানেন, এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন অনেক তারকা (Bollywood Star) রয়েছেন যারা মোটা টাকা খরচ করে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েননি। বরং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করেছেন। ছিমছামভাবে মন্দিরে (Temple) বিয়ে করা এমনই ৫ বলি তারকার নাম আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।
শ্রীদেবী (Sridevi)- বলিউডের নামী অভিনেত্রী শ্রীদেবীর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। শোনা যায়, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন শ্রীদেবী। এরপর প্রথম স্ত্রী মোনাকে ছেড়ে অভিনেত্রীকে বিয়ে করেন বনি। মন্দিরে গিয়ে ছিমছামভাবে গাঁটছড়া বাঁধেন দু’জনে।
এষা দেওল (Esha Deol)- ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে তথা অভিনেত্রী এষা দেওলের নামও তালিকায় রয়েছে। ২০১২ সালের ২৯ জুন ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। জুহুর ইস্কন মন্দিরে সাত পাকে বাঁধা পড়েছিলেন দু’জনে।
বিদ্যা বালান (Vidya Balan)- বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বিদ্যা বালান। প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের স্ত্রী তিনি। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। চেম্বুরের একটি মন্দিরে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিদ্যা এবং সিদ্ধার্থ।
ঈশিতা দত্ত (Ishita Dutta)- ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্তও মন্দিরে বিয়ে করেছেন। অভিনেত্রী জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেতা বৎসল শেঠকে। ২০১৭ সালের ২৮ নভেম্বর ইস্কন মন্দিরে গাঁটছড়া বাঁধেন ঈশিতা এবং বৎসল।
শাম্মি কাপুর (Shammi Kapoor)– ১৯৫৫ সালে ‘রঙিন রাতে’ ছবির সেটে গীতা বালির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল শাম্মি কাপুরের। অল্প সময়ের মধ্যেই তাঁদের পরিচয় ভালোবাসার আকার নেয়।
‘রঙিন রাতে’ রিলিজের ৪ মাসের মাথায় গাঁটছড়া বাঁধেন শাম্মি এবং গীতা। মুম্বইয়ের বানগঙ্গা মন্দিরে নিজেদের বৈবাহিক জীবন শুরু করেছিলেন তাঁরা।