বলিউডে (Bollywood) এমন অনেক তারকা রয়েছেন যারা এক নয়, বরং একাধিকবার বিয়ের (Marriage) পিঁড়িতে বসেছেন। অনেকে তো আবার ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার বয়সে সাত পাক ঘুরেছেন। তাঁদের সন্তানরাও আবার সেই বিয়েতে হাজির ছিল। বাবার (Father) দ্বিতীয় বিয়েতে চুটিয়ে মজা করেছেন প্রচুর স্টারকিড। আজকের প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন সেই সকল তারকাসন্তানদের নামের তালিকা।
সানি দেওল (Sunny Deol)- বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র দু’বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তথা সানি এবং ববির মা প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই অভিনেতা হেমা মালিনীর সঙ্গে সাত পাক ঘোরেন। বাবার দ্বিতীয় বিয়ে প্রথমে মেনে নিতে পারেনি সানি। তবে পরে সৎ মা হেমার সঙ্গে অভিনেতার সম্পর্ক ভালো হয়ে যায়।
সারা আলি খান (Sara Ali Khan)- প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ডিভোর্সের পর অভিনেত্রী করিনা কাপুর খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সইফ আলি খান। বাবার দ্বিতীয় বিয়েতে প্রচুর মজা করেছিলেন সারা এবং ইব্রাহিম। হলুদ রঙের লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘কেদারনাথ’ অভিনেত্রী। সৎ মা করিনার সঙ্গে সারা এবং ইব্রাহিমের সম্পর্কও বেশ ভালো।
পূজা ভাট (Pooja Bhatt)- বলিউডের নামী পরিচালক মহেশ ভাটও দু’বার বিয়ে করেছেন। পরিচালকের প্রথম স্ত্রী কিরণের সন্তান হলেন পূজা। কিরণের সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই মহেশ সোনি রাজদানের সঙ্গে সম্পর্কে জড়ান। এরপর সাত পাকে বাঁধা পড়েন। মহেশের দ্বিতীয় বিয়েতে হাজির ছিলেন প্রথম পক্ষের কন্যা পূজা।
শাহিদ কাপুর (Shahid Kapoor)- অভিনেতা পঙ্কজ কাপুর এবং অভিনেত্রী নীলিমা আজিমের সন্তান হলেন শাহিদ। নীলিমার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর অভিনেত্রী সুপ্রিয়া পাঠককে বিয়ে করেন পঙ্কজ। বাবার দ্বিতীয় বিয়েতে হাজির হয়েছিলেন শাহিদ। সৎ মা সুপ্রিয়া এবং সৎ ভাইবোনদের সঙ্গে অভিনেতার সম্পর্ক খুব ভালো।
অর্জুন কাপুর (Arjun Kapoor)- প্রযোজক বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান হলেন অর্জুন কাপুর। বিবাহিত থাকাকালীন বনি যখন শ্রীদেবীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তা একেবারেই মেনে নিতে পারেনি ছোট্ট অর্জুন।
তবে সময়ের সঙ্গেই তাঁর মনের রাগ-অভিমান গলে জল হয়ে যায়। শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোন জাহ্নবী এবং খুশিকে আগলে রেখেছেন অর্জুন এবং তাঁর বোন অংশুলা।