বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। মনে প্রাণে অভিনয়কে ভালোবেসে বালুরঘাট থেকে কলকাতায় এসেছিলেন তিনি। পা রাখেন থিয়েটার জগতে। খুব কম সময়ের মধ্যেই নিজের তুখোড় অভিনয় গুণের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন তিনি। অভিনয় প্রতিভার জন্য ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে স্কলারশিপও পান রীতা।
অভিনয়কে মনে প্রাণে ভালোবাসলেও কখনও পড়াশোনাকে অবহেলা করেননি রীতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম.এ করেছেন তিনি। এরপর বি.এডও করেন। পড়াশোনায় ভালো হলেও, শেষ পর্যন্ত অভিনয়কেই বেছে নেন রীতা। সেই জন্য পড়াশোনার জন্য কলকাতায় এসে অভিনয়কে আপন করে নিয়েছিলেন তিনি।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘জননী’র হাত ধরে টেলি দুনিয়ায় ডেবিউ করেন রীতা। এরপর আরও বহু ধারাবাহিকে কাজের সুযোগ পান তিনি। স্রেফ মা কিংবা শাশুড়ির চরিত্রে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি এই প্রতিভাময়ী অভিনেত্রী, বরং আরও বহু জটিল চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা।
রীতা অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নাম রয়েছে ‘অন্দরমহল’, ‘কুসুমদোলা’, ‘মা’, ‘দেশের মাটি’, ‘গাছ কৌটো’, ‘ধুলোকণা’র মতো সিরিয়ালের। ধারাবাহিকের পাশাপাশি নাটক এবং বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, অনেকেই হয়তো জানেন না, বেতারেও কাজ করেছেন রীতা। একবার চিত্রনাট্য ছাড়া ‘মেঘদূত’ স্মরণ করে সম্পূর্ণ শো কভার করেছিলেন তিনি।
দেখতে দেখতে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে ৩৬ বছর কাটিয়ে ফেলেছেন রীতা। নিজের কেরিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও, নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছা এখনও রয়েছে তাঁর। তবে দুর্ভাগ্যবশত ছবিতে ডাক পান না এই প্রতিভাময়ী অভিনেত্রী।
আসলে রীতা বাস্তবসম্মত ছবিতে কাজ করতে চান। কারণ ধারাবাহিকে সেই সুযোগ তিনি পান না। তবে নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও রীতা কাজ চাইতে কুণ্ঠা বোধ করেন। নিজের জীবন থেকে কোনও সময়ই অনেক বেশি কিছু আশা করেননি তিনি। সেই জন্য সিনেমায় ডাক না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দেন, হয়তো তাঁর মধ্যেই কিছু ত্রুটি আছে সেই জন্য তাঁকে কেউ ডাকে না।