বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ‘পাওয়ার কাপল’ বলা হয় রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly)। অনুরাগীরা তাঁদের ভালোবেসে ‘রাজশ্রী’ নাম দিয়েছেন। মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তীর গভীর রসায়নই বলে দেয় তাঁরা একে অপরকে ঠিক কতখানি ভালোবাসেন। বিয়ের পর চুটিয়ে সংসার করলেও রাজ এবং শুভশ্রী কিন্তু একে অপরের প্রথম প্রেম নন। এমনকি শুভশ্রীকে বিয়ে করার আগে একবার বিয়ের পিঁড়িতেও বসেছিলেন পরিচালক। আজ রাজের প্রথম স্ত্রীয়ের (First Wife) পরিচয়ই জানানো হল।
টলি পরিচালকের প্রথম স্ত্রীয়ের নাম হল শতাব্দী মিত্র (Shatabdi Mitra)। শোনা যায়, ২০০০ সালে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে রাজ এবং শতাব্দীর প্রথম পরিচয় হয়। এরপর সেই আলাপ গড়ায় বন্ধুত্বে এবং পরে সেখান থেকে হয় প্রেম। শতাব্দীর সঙ্গে যখন রাজের আলাপ হয়েছিল তখন তিনি টলিউডের এত বড় পরিচালক হননি। বরং তখন পরিচালক হওয়ার জন স্ট্রাগল করছিলেন। সেই লড়াইয়ে সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন শতাব্দী।
শোনা যায়, রাজের সঙ্গে শতাব্দীর সম্পর্কে তাঁর বাড়ির লোক একেবারেই রাজি ছিলেন না। পরিবারের অমত সত্ত্বেও তাঁদের থেকে লুকিয়ে নিজের বাড়ির খাবার নিয়ে রোজ বাসে করে বেহালা গিয়ে রাজকে দিয়ে আসতেন শতাব্দী। সেই সময় রাজ বেহালার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে থাকতেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। খাবারদাবার থেকে শুরু করে আর্থিক সাহায্য হয়ে অসুস্থতার সময় সেবা করা- রাজের জন্য সবই করেছেন শতাব্দী।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০০৬ সালে বাড়ির লোকের অমতে গিয়ে রাজের সঙ্গে সাত পাক ঘোরেন শতাব্দী। বিয়ের পরেই ভাগ্য খুলে যায় রাজের। ‘চিরদিনই তুমি যে আমার’, থেকে শুরু করে ‘চ্যালেঞ্জ’ হয়ে ‘প্রেম আমার’- রাজের একাধিক সিনেমা হিট হতে শুরু করে। সেই সময়ই নাকি শুভশ্রীর সঙ্গে পরিচালকের সম্পর্কের কানাঘুষো শোনা যেতে থাকে।
শতাব্দীর কানে এই খবর আসতেই তিনি শুভশ্রীর বাড়িতে ফোন করে তাঁকে এই সম্পর্ক শেষ করার অনুরোধ করেন। অভিনেত্রীর পরিবারের তরফ থেকে বলা হয়, কম বয়সে ভুল করে ফেলেছেন শুভশ্রী। তবে এই সম্পর্ক শেষ করে দেবেন তিনি। এরপর দেবের সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। অপরদিকে রাজের সঙ্গে অভিনেত্রী পায়েল সরকারের ঘনিষ্ঠতার খবর সামনে আসতে শুরু করে।
টলিউডে সফল হওয়ার পর কখনও পায়েল, কখনও শুভশ্রী, কখনও মিমি চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছে রাজের। শোনা যায়, স্ত্রীয়ের সঙ্গে দুর্ব্যবহারও করতে শুরু করেছিলেন পরিচালক। শেহস পর্যন্ত বিয়ের ৫ বছরের মাথায়, ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায় রাজ-শতাব্দীর। ডিভোর্সের পর বিদেশ চলে যান পরিচালকের প্রথম স্ত্রী। অপরদিকে রাজ এখন শুভশ্রী এবং ছেলে ইউভানকে নিয়ে পুরোদস্তুর সংসারী হয়ে গিয়েছেন।