বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীই নন, বরং সফল ব্যবসায়ীও (Businessman)। বি টাউনে এমন অনেক তারকা রয়েছেন যারা রেস্তোরাঁর (Restaurant) ব্যবসায় বিনিয়োগ করেছেন। চলুন আজ তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড তারকার নিজস্ব রেস্তোরাঁ রয়েছে।
ধর্মেন্দ্র (Dharmendra)- নয়া দিল্লিতে ধর্মেন্দ্রর নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। সেই রেস্তোরাঁটি একটি কুঁড়েঘরের মতো করে বানানো রয়েছে। সম্পূর্ণ রেস্তোরাঁর দেওয়ালে অভিনেতার নানান ছবি এবং সংলাপ লাগানো রয়েছে। ধর্মেন্দ্রর নামানুসারে তাঁর রেস্তোরাঁর নাম রাখা হয়েছে ‘গরম ধরম’।
শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিও রেস্তোরাঁর ব্যবসায় বিনিয়োগ করেছেন। অভিনেত্রীর একটি বিলাসবহুল রেস্তোরাঁ রয়েছে। তার নাম হল ‘বাস্টিন’।
ববি দেওল (Bobby Deol)- বাবা ধর্মেন্দ্রর মতো ববিরও রেস্তোরাঁ রয়েছে। বলিউডে তেমন সফল না হতে পারলেও ব্যবসায়ী হিসেবে কিন্তু ববি প্রচণ্ড সফল। মুম্বইয়ের অন্ধেরিতে ববির যে রেস্তোরাঁ রয়েছে তার নাম হল ‘সামপ্লেস এলস’। সেখানে ভারতীয় এবং চাইনিজ খাবার পরিবেশন করা হয়।
সুনীল শেট্টি (Suniel Shetty)- বলিউডের ‘আন্না’ সুনীল শেট্টির নামও তালিকায় রয়েছে। সুনীলের রেস্তোরাঁর নাম হল ‘মিসচিফ’। শুধু তাই নয়, অভিনেতার একটি বারও রয়েছে। সেই বারের নাম ‘বার H20’। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মধ্যেই সুনীলের রেস্তোরাঁ এবং বার ভীষণ জনপ্রিয়।
সুস্মিতা সেন (Sushmita Sen)- বঙ্গ তনয়া সুস্মিতা সেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সব ভূমিকাতেই সফল। মডেল, অভিনেত্রী হিসেবে সাফল্য পাওয়ার পর ব্যবসা জগতে পা রাখেন তিনি। সেখানেও আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন সুস্মিতা। মুম্বইয়ের বুকে অভিনেত্রীর একটি রেস্তোরাঁ রয়েছে। সেটি বাঙালি খাবারের জন্য ভীষণ জনপ্রিয়। সুস্মিতার রেস্তোরাঁর নাম ‘বেঙ্গলি মাসি কিচেন’।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- তালিকার সর্বশেষ নামটি হল ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। বলি অভিনেত্রী এখন হলিউডেও পরিচিত মুখ। প্রিয়াঙ্কার রেস্তোরাঁও ভারতেও নয়, বরং বিদেশে রয়েছে।
নিউ ইয়র্কে নিজস্ব রেস্টুরেন্ট খুলেছেন প্রিয়াঙ্কা। সেই রেস্তোরাঁর নাম ‘সোনা’। বিদেশে বসবাসকারী কিংবা ঘুরতে যাওয়া ভারতীয়দের মধ্যে তো বটেই, তারকাদের মধ্যেও প্রিয়াঙ্কার এই রেস্তোরাঁ প্রচণ্ড জনপ্রিয়।