সিনেমা কিংবা ওয়েব সিরিজের যুগে দাঁড়িয়েও কিন্তু আজকের বিনোদন জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে মেগা সিরিয়ালগুলি বিশেষ করে সারা দেশে হিন্দি সিয়ালগুলির জনপ্রিয়তা আজও কিন্তু রয়েছে চোখে পড়ার মতো। তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশ জুড়েই রয়েছেন হিন্দি সিরিয়ালের এক বিরাট দর্শক।
তাই দর্শকদের এই চাহিদাকে গুরুত্ব দিতেই দিনে দিনে বেড়ে চলেছে হিন্দি সিরিয়াল গুলির চাহিদা। তবে ইদানিং হিন্দি সিরিয়ালের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে একটা বিশেষ প্রবণতা। এখন সাউথ তো বটেই বাংলা সিরিয়ালগুলিরও রিমেক করতে ছাড়ছেন না হিন্দি সিরিয়ালের নির্মাতারা। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে অত্যন্ত জনপ্রিয় বাংলা সিরিয়ালের হিন্দি রিমেকের তালিকা।
শ্রীময়ী (Sreemoyee): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত সুপারহিট বাংলা মেগা সিরিয়াল ‘শ্রীময়ী’র রিমেক করেই এখন হিন্দি সিরিয়ালের জগতে রীতিমতো রাজ করছে স্টার প্লাসের ‘অনুপমা’।
ইষ্টিকুটুম (Ishtikutum): জনপ্রিয় বাংলা সিরিয়াল ইষ্টিকুটুমের কথা মনে আছে নিশ্চই। মারাং বুরুর ভক্ত সাঁওতালি মেয়ে বাহামণি আর অর্চিষ্মানের মিষ্টি এই প্রেমের গল্পই এখন হিন্দি রিমেক বানিয়ে ইমলি’ নামে সম্প্রচারিত হচ্ছে স্টার প্লাসের পর্দায়।
কুসুমদোলা (Kusumdola): জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকেরই আরও একটি জনপ্রিয়য় সিরিয়াল ‘কুসুমদোলা’র হিন্দি রিমেক ‘গুম হে কিসি কি পেয়ার মে’ও একইভাবে ব্যাপক সারা পাচ্ছে হিন্দি সিরিয়ালের দর্শকদের থেকে।
মোহর (Mohor): স্টার প্লাসের বিখ্যাত সিরিয়াল ‘সূর্য আর আনোখির কাহানি’ও স্টার জলাসার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এর হিন্দি রিমেক।
সাঁঝের বাতি (Sanjherbati): এছাড়াও তালিকায় রয়েছে একই চ্যানেলের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘আপকি নজরো নে সমঝা’। এই সিরিয়ালটিও জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘সাঁঝের বাতি’র হিন্দি রিমেক।
কে আপন কে পর (Ke Apon Ke Por): স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাঁথিয়া ২’-ও কিন্তু স্টার জলসার সুপারহিট বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’-এর হিন্দি রিমেক।
এই সিরিয়ালটিকেও দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।