বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) দুই কিংবদন্তি ব্যক্তিত্ব হলেন উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেন (Suchitra Sen)। উত্তম-সুচিত্রা জুটি বক্স অফিসে তো বটেই, দর্শকদের হৃদয়েও রাজত্ব করেছে। তাঁদের অনস্ক্রিন রসায়ন ছিল দেখার মতো। আজ এই দুই তারকাই আমাদের মধ্যে নেই। তবে তাঁদের মৃত্যুর (Death) এত বছর পরেও দ্বিতীয় উত্তম-সুচিত্রা পায়নি টলিউড।
১৯৮০ সালে সকল বঙ্গবাসীকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ‘মহানায়ক’। উত্তম কুমারের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি অনেকেই। কেউ বুঝতেই পারেননি, হঠাৎ করে পরলোক গমন করবেন তিনি। যদি জানতেন, তাহলে হয়তো মৃত্যুর আগে উত্তম কুমারের দেওয়া একটি ইচ্ছা কখনও অপূর্ণ রেখে দিতেন না সুচিত্রা সেন।
কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন ‘মহানায়িকা’। তাঁর অভিনয় ছাড়ার নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল উত্তম কুমারের নাম। গুঞ্জন শোনা যায়, উত্তম কুমারের সঙ্গে অভিনয় না করতে পারার জন্যই নাকি সিনেদুনিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
আসলে উত্তম-সুচিত্রার অফস্ক্রিন রসায়ন কেমন ছিল তা জানার কৌতুহল অনেকের মধ্যেই ছিল। গুঞ্জন শোনা গিয়েছিল যে বাস্তব জীবনেও নাকি সম্পর্কে রয়েছে এই দুই তারকা। যদিও এই বিষয়ে কখনও মুখ খোলেননি দুই তারকার কেউই। উত্তম-সুচিত্রা সত্যি সত্যিই বাস্তব জীবনে প্রেম করতেন কিনা তা আজও অজানা থাকলেও, মৃত্যুর এক সপ্তাহ আগে অবধি কিন্তু ‘মহানায়িকার’ খোঁজই করেছিলেন অভিনেতা।
শোনা যায়, সুচিত্রা সেনের ‘আলো আমার আলো’ ছবিটি টিভিতে দেখেছিলেন উত্তম কুমার। সেখানে ‘মহানায়িকা’র তুখোড় অভিনয় দেখে অভিনেতা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সুচিত্রার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ‘মহানায়ক’।
কিন্তু সুচিত্রা সেন তখন ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী। উত্তম কুমার দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেও অভিনেত্রী সময় দিতে পারেননি। ‘মহানায়িকা’ জানিয়েছিলেন, পরে কখনও তাঁর সঙ্গে দেখা করবেন। কিন্তু সেই দিন আর আসেনি। আচমকাই প্রয়াত হন উত্তম কুমার। শোনা যায়, ‘মহানায়ক’র সঙ্গে দেখা না করার এই আক্ষেপ শেষ দিন পর্যন্ত থেকে গিয়েছিল সুচিত্রা সেনের।