• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়কটকে তুড়ি মেরে রিলিজের আগেই ৫০০ কোটি আয় ‘আদিপুরুষ’র! কীভাবে করল? জানালেন নির্মাতারা

চলতি বছর রিলিজ হতে চলা বলিউডের (Bollywood) বহুচর্চিত সিনেমাগুলির (Movie) মধ্যে একটি হল ‘আদিপুরুষ’ (Adipurush)। প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমা ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হয়েছে। পরিচালনা করেছেন ওম রাউত। চলতি মাসেই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবি। তবে মুক্তি পাওয়ার আগেই প্রায় ৫০০ কোটি টাকা আয় করে ফেলল ‘আদিপুরুষ’।

প্রভাস (Prabhas) অভিনীত এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। সাজ পোশাক, ভিএফএক্স নিয়ে প্রবল বিতর্কও হয়েছে। প্রথমে জানুয়ারি মাসে রিলিজ হওয়ার কথা ছিল ‘আদিপুরুষ’র। কিন্তু বয়কটের চাপে পড়ে রিলিজ ডেট ৬ মাস পিছিয়ে দেন নির্মাতারা। সেই সঙ্গেই নতুন করে শুরু করেন ছবির এডিটিংয়ের কাজ।

   

Bollywood Prabhas Kriti Sanon starrer Adipurush’s second song Ram Siya Ram to release on May 29 in 5 languages

নতুন করে সবটা করার পর প্রকাশ্যে আনা হয় ‘আদিপুরুষ’র ট্রেলার। এরপরেই ঝড় ওঠে দর্শকমহলে। টিজার প্রকাশ্যে আসার পর রাবণের লুক নিয়ে দর্শকমহলে যে অসন্তোষ দেখা গিয়েছিল, ট্রেলার দেখার পর তা গায়েব হয়ে যায়। বরং ছবিটি ঘিরে সিনেপ্রেমী মানুষদের আগ্রহ বাড়তে থাকে।

ট্রেলারের পাশাপাশি ‘আদিপুরুষ’র দু’টি গানও রিলিজ করে গিয়েছে। এর মধ্যে ‘জয় শ্রী রাম’ গানটি ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছে। এখন শুধু ছবি রিলিজের অপেক্ষা। তবে তার আগেই ৪৩২ কোটি টাকা আয় করে ফেলেছে প্রভাস-সইফের এই সিনেমা। রিলিজের আগেই ছবির বাজেটের ৮৫% ঘরে তুলে ফেলেছে ‘আদিপুরুষ’।

Adipurush, Adipurush earned 432 crore before release

এখন নিশ্চয়ই ভাবছেন মুক্তির আগে কীভাবে এত বিপুল অর্থ আয় করল ওম রাউতের ছবি? নির্মাতারা জানিয়েছেন, ৪৩২ কোটির মধ্যে ২৪৭ কোটি টাকা স্যাটেলাইট সত্ত্ব, ডিজিটাল সত্ত্ব, সঙ্গীতের সত্ত্ব এবং অন্যান্য সূত্র থেকে আয় করেছে ‘আদিপুরুষ’। এছাড়া দক্ষিণ ভারতের প্রেক্ষাগৃহ থেকে নিশ্চয়তা বাবদ আগাম ১৮৫ কোটি টাকা কামিয়েছে এই ছবি।

৫০০ কোটির বাজেটে তৈরি ‘আদিপুরুষ’ রিলিজের আগেই যেহেতু ৪৩২ কোটি টাকা আয় করে ফেলেছে সেই জন্য এই ছবি ফ্লপ হবে না বলেই মত বিশেষজ্ঞদের। নির্মাতাদের অনুমান, রিলিজের পর খুব সহজেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই সিনেমা। যাত্রা নয়, ‘আদিপুরুষ’র জয়যাত্রা হবে বলেই আশা করছেন সকলে।

site