সিরিয়ালপ্রেমী (Bengali Serial) মানুষদের কাছে বিনোদনের ঠিকানা বলতে সবার প্রথমে যে দুই চ্যানেলের নাম মাথায় আসে তা হল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla)। সেই জন্য প্রত্যেক দিন বিকেলে এই দুই টিভি চ্যানেল খুলে বসে পড়েন দর্শকরা। তবে জুন মাসে এই দুই চ্যানেলের একগুচ্ছ ধারাবাহিক বন্ধ (Off Air) হতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সিরিয়ালগুলির নাম।
আগেই জানা গিয়েছিল, আগামী ১১ জুন ‘মিঠাই’র (Mithai) অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। মিঠাই-উচ্ছেবাবুর দীর্ঘ আড়াই বছরের পথচলা শেষ হতে চলেছে। তবে শুধু এই একটি ধারাবাহিকই নয়, বাংলা টেলিভিশনের আরও ৪ জনপ্রিয় সিরিয়াল (Serial) জুন মাসে ইতি টানতে চলেছে। আজকের প্রতিবেদনে এই ধারাবাহিকগুলির নাম তুলে ধরা হল।
স্টার জলসা এবং জি বাংলায় এখন এমন অনেক সিরিয়াল সম্প্রচারিত হয় যেগুলির টিআরপি বেশ কম। সেই জন্য সাম্প্রতিক অতীতে শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে প্রচুর সিরিয়াল। গল্প অসমাপ্ত রেখে বিদায় নিয়েছে প্রচুর সিরিয়াল। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও বেশ কিছু ধারাবাহিকের নাম।
শোনা যাচ্ছে, জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে এই মাসে মোট ৫টি ধারাবাহিক শেষ হতে চলেছে। ‘মিঠাই’ ছাড়াও ‘গোধূলি আলাপ’, ‘ইচ্ছে পুতল’, ‘মুকুট’ এবং ‘সোহাগ জল’র পথচলাও শেষ হতে চলেছে বলে খবর। এর মধ্যে ‘মিঠাই’ এবং ‘গোধূলি আলাপ’র নাম আগে থেকেই জানা ছিল অনেকের, তবে বাকি ধারাবাহিকগুলির নাম দেখে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকরা বেশ অবাক হয়ে গিয়েছেন।
শোনা যাচ্ছে, স্টার জলসা এবং জি বাংলায় যেহেতু একগুচ্ছ সিরিয়াল বন্ধ হচ্ছে, সেই জন্য টাইম স্লটেও ব্যাপক পরিবর্তন হতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই জি বাংলার ‘গৌরী এলো’র সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওদিকে আবার স্টার জলসায় ‘গাঁটছড়া’র সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। শীঘ্রই ‘মেয়েবেলা’র পরিবর্তিত সময়ও ঘোষণা করে দেওয়া হবে।
প্রথমে শোনা গিয়েছিল, ‘মেয়েবেলা’ হয়তো শেষ করে দেওয়া হবে। কিন্তু সম্প্রতি ধারাবাহিকের নায়িকা মৌ তথা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার লাইভে এসে জানান সিরিয়াল শেষ হচ্ছে না, বরং স্লট পরিবর্তন করে দেওয়া হবে। এবার এটাই দেখার, ‘মেয়েবেলা’কে জায়গা করে দিতে কোন ধারাবাহিকের পথচলা শেষ করে স্টার জলসা।