• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল বোঝাবুঝি মিটিয়ে আরও কাছাকাছি মৌ-ডোডো! মিষ্টি ‘মৌঝর’ মুহুর্ত দেখে মুগ্ধ দর্শক

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’(Meyebela)। বাস্তবতার মোড়কে মোড়া সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া মুক্ত এই সিরিয়ালটির অন্যতম মূল ইউএসপি এখন নায়ক-নায়িকা মৌ-ডোডোর (Mou-Dodo) সম্পর্কের মিষ্টি রসায়ন।

অল্প দিনেই এই সিরিয়ালটি কিন্তু মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের। তাই আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারে আলাদা এমন সুন্দর একটি সিরিয়াল শেষের জল্পনায় রীতিমতো ক্ষুব্ধ দর্শকদের একটা বড় অংশ।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,রোম্যান্স,Romance,মিষ্টি মুহূর্ত,Sweet Moment

আসলে দর্শকদের ভালবাসা পেলেও টিআরপি তালিকাতে সেভাবে  ছাপ ফেলতে পারেনি এই সিরিয়ালটি। তাছাড়া  অনুরাগীরাও সিরিয়ালটিকে কোন টিআরপির মাপকাঠিতে মাপতে নারাজ। এই মুহূর্তে মেয়েবেলার প্রতিটা পর্বই হচ্ছে টানটান উত্তেজনায় ভরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,রোম্যান্স,Romance,মিষ্টি মুহূর্ত,Sweet Moment

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানে সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে ডোডোদের বাড়ির একতলা মশাইয়ের নামে লিখে দেওয়ার মিথ্যে অভিযোগে সকলেই ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ তুলেছে মৌয়ের বিরুদ্ধে। বাকিদের মতোই কিছু না জেনে ভুল সেই সময় মৌকে ভুল বোঝে ডোডো দাদাও। অজান্তে অনেক খারাপ ব্যবহার করেছিল মৌয়ের সাথে।
তবে এবার ভুল বোঝাবুঝির মিটিয়ে কাছে আসতে চলেছে দর্শকদের প্রিয় দুটি মৌঝড়। চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ডোডো বলছে ‘আমি ভাবতে পারিনি  এই ক্রাইসিসটা তোকে এতটা কষ্ট দেবে!’ এমনকি তার জন্য মৌয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় ডোডো।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,রোম্যান্স,Romance,মিষ্টি মুহূর্ত,Sweet Moment
ছোটবেলার পুরনো স্মৃতি হাতড়ে ডোডো এদিন বলতে শুরু করে তারই বলা উচিত ছিল ‘যে মৌকে আমরা ৭ সাত বছর বয়স থেকে চিনি,আমাদের চোখের সামনে আমাদের এক তলায় বড় হয়েছে মৌ সে শুধু বছর শেষে ভালো নম্বর পাওয়া মার্কশিট আনতো না। সাথে আনতো বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডও আনতো।  যেটা সবাই নিয়ম মানা, ভালো ব্যবহার আর সততার জন্য পায়’।

সেইসাথে ডোডোর সংযোজন ‘সেই মৌ কি করে আমাদের ঠকাবে?’ এরপরই দেখা যায় মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসে মৌয়ের হাত ধরে ডোডো বলে ‘এখানে তোর জায়গা নয় মৌ’, এরপর মৌয়ের হাতটা নিজের বুকে রেখে ডোডো বলে ‘তোর জায়গা অন্য কোথাও।’ এরপর মৌ দুর্বল হয়ে নিচে বসে পড়ে বলতে শুরু করে  ‘তুমি বুঝেছ ডোডো দাদা’। যদিও মনে করা হচ্ছে এটা সম্পূর্ণটাই মৌয়ের কল্পনা।

site