• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ খান ‘হিজড়া’! ব্যক্তিগত আক্রমণ করতেই নিন্দুকের মুখে ঝামা ঘষলেন ‘কিং খান’

Updated on:

When Shah Rukh Khan was called ‘Chakka’ during a live interview this is how he reacted

বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর রসবোধের (Sense Of Humour) জন্য অনুরাগীদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয়। কঠিন থেকে কঠিন পরিস্থিতিও হাসি এবং মজার সঙ্গে সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। কড়া সমালোচনা থেকে শুরু করে অপমান- সবকিছু হাসি মুখে গ্রহণ করতে পারেন তিনি। ঠিক যেমন ‘হিজড়া’ বলে অপমান করা হলেও শালীনতার গণ্ডি অতিক্রম না করেই ট্রোলারের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন তিনি।

শাহরুখ মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। সেখানে নেটিজেনদের নানান প্রশ্নের জবাব দিতে দেখা যায় তাঁকে। একবার এমনই এক লাইভ সেশনে শাহরুখকে ‘হিজড়া’ বলে আক্রমণ করেছিলেন একজন নেটাগরিক। ‘কিং খান’ যেভাবে সেই অপমানের জবাব দিয়েছিলেন তা মুগ্ধ করেছিল প্রত্যেককে।

Shah Rukh Khan, Shah Rukh Khan once called chakka

একবার এক লাইভ সাক্ষাৎকারে শাহরুখ তাঁর অনুরাগীদের বার্তা পড়ছিলেন। সেই সময় একটি কাগজ খোলেন তিনি। সেখানে লেখা ছিল, ‘ছক্কা শাহরুখ খান’ (Chakka SRK)। একজন অনুরাগীর তরফ থেকে এমন মন্তব্য দেখেও কিন্তু মেজাজ হারাননি শাহরুখ। বরং ঠাণ্ডা মাথায় সেই পরিস্থিতি সামলেছিলেন তিনি। শুধু তাই নয়, যোগ্য জবাবে সেই ট্রোলারকে উপযুক্ত শিক্ষাও দিয়েছিলেন।

সংশ্লিষ্ট বার্তাটি দেখার পর শাহরুখ বলেন, ‘আমি এত বড় যে চার হতেও পারতাম না। সেই জন্য ছক্কা হয়েছি’। উল্লেখ্য, অনুরাগীর অপমান করার উদ্দেশে তাঁকে এই কথা বললেও, শাহরুখ ক্রিকেটের চার-ছয়ের নিয়মের দিক থেকে উত্তর দিয়ে তাঁর মুখ বন্ধ করিয়ে দেন।

Shah Rukh Khan, Shah Rukh Khan once called chakka

সম্প্রতি শাহরুখের এই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘সবকিছু দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘আর কোনও অভিনেতা এই কমেন্ট পড়ার সাহসটাই দেখাতো না’।

 

View this post on Instagram

 

A post shared by Sharukh khan (@srkian_ayan_)


প্রসঙ্গত, শাহরুখ এই মুহূর্তে নিজের আসন্ন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে চলতি বছর ‘পাঠান’র হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছিলেন তিনি। বক্স অফিসে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। এই বছরই রিলিজ করবে ‘বাদশা’র আরও দুই সিনেমা। ‘পাঠান’র পর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’ এবং ‘ডানকি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥