• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাভি খুশি কাভি গম’ এ কাজলকে নিয়ে আজও আফসোস হয়! বিস্ফোরক মন্তব্য করণের

বলিউডের (Bollywood) নামী পরিচালক করণ জোহরের (Karan Johar) কেরিয়ারের একটি আইকনিক ছবি হল ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhie Gham)। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে কাজল (Kajol), ঋত্বিক রোশন, করিনা কাপুর খান- এক ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের একাধিক নামী তারকা। সেই জন্যই তো রিলিজের প্রায় দু’দশক পরেও দর্শকদের মন থেকে মুছে যায়নি এই সিনেমা।

‘কভি খুশি কভি গম’এ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন আইকনিক জুটিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। অমিতাভ-জয়া, শাহরুখ-কাজলের সঙ্গে বোনাস হিসেবে ছিল ঋত্বিক-করিনা জুটি। তবে আপনি কি জানেন, এই ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে কাজল নন, বরং বলিউডের আর এক নায়িকা করণের প্রথম পছন্দ ছিলেন। তাঁর নাম শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

   

Kabhi Khushi Kabhie Gham

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক করণ নিজে। তিনি বলেছিলেন, ‘আমি যখন ‘কভি খুশি কভি গম’র কাস্টিং করছিলাম তখন জানতে পেরেছিলাম কাজল এই ছবিটা করতে পারবে না। কারণ সেই সময় ও বিবাহিত ছিল এবং মনে হয় পরিবার শুরু করার কথা ভাবছিল’।

কাজল করতে পারবেন না ভেবে করণ ঠিক করেছিলেন ‘কভি খুশি কভি গম’এ তিনি ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নায়িকা হিসেবে নেবেন। পরিচালকের কথায়, ‘আমি ভেবেছিলাম আমি ঐশ্বর্যকে অফার করব। সেদিন বেলা ৩টের সময় আমি কাজলের স্টুডিওয় যাই। আমি ভেবেছিলাম ও না করে দেবে, আমরা একটু কেঁদে বেরিয়ে আসব। আমার খারাপ লাগছিল কাজলের জন্য কারণ আমরা আগে কাজ করেছিলাম’। তবে করণ গিয়ে জানতে পারেন, কাজল ছবিটি করতে চান। একথা শুনে ঐশ্বর্যকে অফার করার প্ল্যান বাতিল করে দেন তিনি।

Karan Johar and Aishwarya Rai Bachchan, Aishwarya Rai Bachchan Kabhi Khushi Kabhie Gham

ঐশ্বর্য নিজেও ‘কভি খুশি কভি গম’ নিয়ে একবার এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন। অভিনেত্রী বলেন, ‘ও (করণ জোহর) আমার কাছে ‘কভি খুশি কভি গম’র অফার নিয়ে এসেছিল। কিন্তু এরপর চিত্রনাট্যে কিছু বদল হয়। চরিত্রটাও কিছুটা বদলে জাত। আমি নিশ্চিত আমায় যা শোনানো হয়েছিল এবং বড়পর্দায় আমি যে চরিত্র দেখেছিলাম দু’টো আলাদা ছিল। কাজল দারুণ কাজ করেছিল। তবে এই ছবিতেও করণের সঙ্গে আমার কাজ করা হয়নি’।

করণ এবং ঐশ্বর্যর একসঙ্গে কাজ করার কথা বহুবার উঠলেও তা বাস্তববায়িত আর হচ্ছিল না। শেষ পর্যন্ত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় একসঙ্গে কাজ করেন দুই তারকা। করণ পরিচালিত এই সিনেমায় ঐশ্বর্য ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা।

site