চলতি বছরের বহু প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল বলিউড (Bollywood) সুপারস্টার ঋত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত ‘ফাইটার’ (Fighter)। ‘বিক্রম বেধা’ ফ্লপ হওয়ার পর এই ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন তিনি। শুধু তাই নয়, পুরোদস্তুর এই অ্যাকশন সিনেমায় ঋত্বিকের বিপরীতে দেখা যাবে বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে। অনস্ক্রিনে এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা।
‘ফাইটার’র কথা ঘোষণা হওয়ার পর থেকেই সিনেপ্রেমী মানুষদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। ঋত্বিক-দীপিকাকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। পাশাপাশি ‘কৃষ’ অভিনেতার অ্যাকশন দৃশ্য তো রয়েছেই। পাশাপাশি পরিচালকের নামেও রয়েছে চমক। ঋত্বিক-দীপিকা অভিনীত এই ছবির পরিচালনা করছেন ‘পাঠান’ (Pathaan) পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
কাস্টিং থেকে পরিচালকের নাম- ‘ফাইটার’র সবেতেই রয়েছে চমক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। দু’টি শিডিউল সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার তৃতীয় শিডিউল শুরু হওয়ার পালা। এই শিডিউলে দীপিকা নেই, ঋত্বিক একা শ্যুট করবেন। জানা গিয়েছে, বলি সুপারস্টার এই শিডিউলে নিজের অ্যাকশন দৃশ্যগুলির শ্যুটিং করবেন।
শুধু তাই নয়, ‘ফাইটার’ ছবির বেশিরভাগ অ্যাকশন দৃশ্য ঋত্বিক নিজে করবেন বলে জানা গিয়েছে। তিনি বডি ডাবল ব্যবহার করতে চান না বলে খবর। এই খবর প্রকাশ্যে আসার পর ঋত্বিক-অনুরাগীদের মধ্যে ছবিটি ঘিরে আগ্রহও বেশ অনেকটা বেড়ে গিয়েছে। সম্প্রতি আবার ছবির স্টান্ট ডিরেক্টর পারভেজ শেখ দাবি করেন, ‘পাঠান’র থেকেও বড় মাপের ছবি হতে চলেছে ‘ফাইটার’।
পারভেজ জানান, সিদ্ধার্থ আনন্দ ঋত্বিকের ছবিকে ‘পাঠান’র থেকেও বড় মাপের বানাতে চলেছেন। সেই জন্য ছবির কলাকুশলী থেকে শুরু করে পরিচালক, প্রত্যেকে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন। শোনা গিয়েছে, এই ছবির জন্য ‘ব্রহ্মাস্ত্র’র দেব চরিত্রের অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন ঋত্বিক।
‘ফাইটার’ যাতে দর্শকদের ভালোলাগে তা সুনিশ্চিত করতে চাইছেন ছবির প্রত্যেক কলাকুশলী। তবে ‘পাঠান’কে টেক্কা দেওয়া সহজ নয়। শাহরুখের ছবি বক্স অফিসে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। সেই সিনেমাকে টপকে যাওয়া চারটি খানি কথা নয়। এবার দেখা যাক, শেষ পর্যন্ত ‘ফাইটার’ তা করতে পারে কিনা।