• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দাতেই যত প্রেম, বাস্তবে চরম শত্রু! একে অপরের মুখদর্শনও করেন না এই ১০ বলি তারকা

Published on:

5 Bollywood on screen couples who hate each other in real life

বলিউড  সিনেমা মানেই নায়ক-নায়িকার (Bollywood Couples) মাখো মাখো প্রেম। অভিনেতা-অভিনেত্রীর অনস্ক্রিন রসায়নের ওপর সিনেমার সাফল্য অনেকখানি নির্ভর করে। প্রায়ই শোনা যায়, একসঙ্গে শ্যুটিং করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছে তারকাদের। আবার অনেক সময় সম্পর্ক তলানিতে ঠেকে। বন্ধুত্ব নষ্ট হয়ে তা শত্রুতার (Hate) আকার নেয়। আজকের প্রতিবেদনে বলিউডের এমন ১০ তারকার নাম তুলে ধরা হল যাদের পর্দার রসায়ন সুপারহিট। তবে বাস্তব জীবনে একে অপরকে একেবারেই সহ্য করতে পারেন না তাঁরা।

করিনা কাপুর খান এবং শাহিদ কাপুর (Kareena Kapoor Khan and Shahid Kapoor)- করিনা এবং শাহিদ যে একসময় প্রেম করতেন তা কারোরই অজানা নয়। প্রায় ৪ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। তবে আচমকাই সেই সম্পর্কে ভাঙন ধরে। এরপর থেকে একে অপরের মুখদর্শনও করেন না এই দুই তারকা।

Shahid Kapoor and Kareena Kapoor, Shahid Kapoor and Kareena Kapoor Khan

শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন (Shah Rukh Khan and Aishwarya Rai Bachchan)- ‘দেবদাস’, ‘মোহব্বতে’র মতো একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে শাহরুখ এবং ঐশ্বর্য। তাঁদের জুটি দারুণ পছন্দ ছিল দর্শকদের। শাহরুখ-ঐশ্বর্য আছে মানেই সেই ছবি হিট- একসময় এই ধারণা কাজ করতো মানুষের মধ্যে। তবে একসময় পরপর শাহরুখের ৫টি ছবি থেকে ঐশ্বর্যকে বের করে দেওয়া হয়। এরপর নষ্ট হয়ে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক।

Aishwarya Rai Bachchan and Shah Rukh Khan

রানী মুখার্জি এবং সইফ আলি খান (Rani Mukerji and Saif Ali Khan)- বলিউডের একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন সইফ এবং রানী। তাঁদের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দ ছিল দর্শকদের। তবে শোনা যায়, এই দুই তারকার একে অপরকে বিশেষ পছন্দ ছিল না। রানীর সইফকে ‘বিরক্তিকর’ লাগতো, অপরদিকে সইফ রানীকে ‘অধৈর্য’ বলেছিলেন। যদিও যাবতীয় মন কষাকষি মিটিয়ে ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় ফের একসঙ্গে কাজ করেন তাঁরা।

Rani Mukerji and Saif Ali Khan

সোনম কাপুর এবং অভয় দেওল (Sonam Kapoor and Abhay Deol)- ‘আয়েশা’, ‘রাঞ্ঝানা’ ছবিতে সোনম এবং অভয়ের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। তবে ‘আয়েশা’ ছবির ব্যর্থতা নাকি একেবারেই মেনে নিতে পারেননি অভয়। এরপর থেকে জনসমক্ষে একসঙ্গে দেখাও যায়নি দুই তারকাকে।

Sonam Kapoor and Abhay Deol

ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত (Emraan Hashmi and Mallika Sherawat)- ‘মার্ডার’ ছবিতে ইমরান-মল্লিকার উষ্ণ রসায়ন দর্শকদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। বক্স অফিসে ঝড় তুলেছিল এই সিনেমা।

Emraan Hashmi and Mallika Sherawat

তবে ‘মার্ডার’ রিলিজ করার বহু বছর পর ইমরান বলেছিলেন, মল্লিকা নাকি একেবারেই ভালো চুম্বন করতে পারেন না। সেই বক্তব্য নাকি একেবারেই ভালোলাগেনি অভিনেত্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥