চলতি বছরের বহু প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ‘পুষ্পা ২’ (Pushpa 2)। গত প্রায় দেড় বছর ধরে এই দক্ষিণী ছবির অপেক্ষা করছেন দর্শকরা। অবশেষে আসতে চলেছে সেই দিন। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বাঁধল বিপত্তি। গুরুতর পথ দুর্ঘটনার (Accident) কবলে পড়েছেন ‘পুষ্পা ২’ টিমের সকল সদস্যরা।
বুধবার জানা যায়, তেলেঙ্গানার (Telengana) নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে দুর্ঘটনার কবলে পড়ে ‘পুষ্পা ২’ টিমের বাস। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, একটি বাসের সঙ্গে ‘পুষ্পা ২’ টিম বাসের ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল্লু অর্জুনের ছবির একাধিক শিল্পী।
‘পুষ্পা ২’ টিমের বাস দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন আল্লুর অনুরাগীরা। প্রিয় অভিনেতা কেমন আছে সকলের মনেই ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। এখনও পর্যন্ত ‘পুষ্পা ২’ টিমের তরফ থেকে এই বিষয়ে কোনও অফিশিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে আল্লু কেমন আছেন এই বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছে।
জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই আহত শিল্পীদের প্রত্যেককে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। খবর মিলেছে, ‘পুষ্পা’ নায়ক তথা সাউথ সুপারস্টার একদম ঠিক আছেন। তাই তাঁর অনুরাগীদের চিন্তিত হওয়ার কোনও দরকার নেই।
করোনা আবহে ২০২১ সালের রিলিজ করেছিল সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ রিলিজের পর দেখতে দেখতে প্রায় দেড় বছর কেটে গিয়েছে। এই ছবিতে অভিনয় করে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে গিয়েছেন দক্ষিণী অভিনেতা। শুধুমাত্র সাউথেই নয়, গোটা দেশে এখন প্রচুর অনুরাগী রয়েছে তাঁর।
‘পুষ্পা’র আকাশছোঁয়া সাফল্যের পরেই নির্মাতারা ‘পুষ্পা ২’র কথা ঘোষণা করেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। গত এপ্রিল মাসে প্রকাশ্যে এসেছে ছবিতে আল্লুর প্রথম ঝলক। তা দেখে দর্শকদের উত্তেজনাও দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, চলতি বছর শেষের দিকে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘পুষ্পা ২’। তবে পরে শোনা যায়, আগামী বছর রিলিজ করবে এই সিনেমা। যদিও নির্মাতাদের তরফ থেকে এখনও এই বিষয়ে অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।