সময় সত্যিই জলের মতো বয়ে চলেছে! তাই তো দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল বলিউডের (Bollywood) জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ কে কে (K K) আজ আর আমাদের মধ্যে নেই। গানের জগতের এই অপূরণীয় ক্ষতি নিয়েই জীবন এগিয়ে চলেছে নিজের ছন্দে। তবে এই গত এক বছরে আসমুদ্র হিমাচল গোটা দেশজুড়ে কে কে এর মৃত্যু (Death) নিয়ে কম বিতর্ক (Controvercy) হয় নি।
আজ থেকে ঠিক এক বছর আগে আজকের দিনে কলকাতায় গান গাইতে এসে অকালেই গানের জগতে থেকে হারিয়ে গিয়েছিলেন এই উজ্জ্বল নক্ষত্র। প্রসঙ্গত কেকের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা বছর। কিন্তু কে কে আজও জীবিত রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীদের মধ্যে। তাই কে কে-র প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান।
প্রসঙ্গত গত বছর কেকের মৃত্যুর ঠিক আগেই কাকতালীয়ভাবে তাঁর সম্পর্কে বিতর্কিত মন্তব্য ‘হু ইজ কে কে’ বলে শিরোনামে এসেছিলেন বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। যার ফল ভোগ করতে হয়েছিল শিল্পীর গোটা পরিবারকে।
সেসময় কেকে-র মৃত্যুর জন্য সকলেই দায়ী করেছিলেন রূপঙ্কর বাগচীকে। সোশ্যাল মিডিয়া জুড়ে এক সময় কম সমালোচনার মুখে পড়েননি এই শিল্পী। এমনকি সেসময় একটি বেকারি সংস্থার জিঙ্গল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁর গান। যদিও সব বিতর্ক এখন অতীত।
একবছর পর প্রতিক্রিয়া জানতে আনন্দবাজার অনলাইনের তরফে রূপঙ্করকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে এদিন কথা বললেন গায়কের স্ত্রী চৈতালি লাহিড়ি (Chaitali Lahiri)। এপ্রসঙ্গে এদিন তিনি বলেছেন ‘সময় প্রবহমান। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি। তাই বরাবরই স্বাচ্ছন্দ্যের থেকে শান্তিই বেশি প্রিয়। সময়ের সঙ্গে সবটাই পরিবর্তনশীল। কেকে-এর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। পরিবারের প্রতি আমার সমবেদনা।’