বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেতা-অভিনেত্রী (Actor মানেই দর্শকদের প্রচণ্ড কাছের। প্রত্যেকদিন টিভির পর্দায় দেখতে দেখতে তাঁদের পরিবারের সদস্য মনে করেন দর্শকরা। তবে আপনি কি জানেন, বাংলা টেলি দুনিয়ায় এমন অনেক তারকা রয়েছে যারা জন্মসূত্রে অবাঙালি (Non Bengali Actors), তবে বাংলাকে মনে প্রাণে ভালোবেসে বাংলা সিরিয়ালে কাজ করছেন। এক ঝলকে দেখে নিন টেলিপাড়ার এমন ৭ তারকার নাম।
ঋষি কৌশিক (Rishi Kaushik)- বাংলার দর্শকদের ঘরের ছেলে হয়ে গিয়েছেন ঋষি। ‘ইষ্টি কুটুম’ থীক শুরু করে ‘কুসুম দোলা’- বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে অনেকেই জানেন না, ঋষি কৌশিক কিন্তু জন্মসূত্রে অসমিয়া।
অ্যানমেরি টম (Annmary Tom)- ‘গ্রামের রানী বীণাপাণি’ সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অ্যানমেরি। এই টেলি নায়িকার জন্ম কেরালায়। তাঁর বাবা হলেন কেরলের লোক এবং বাঙালি। অ্যানমেরির মামা বাড়ি ব্যারাকপুরে। সেখানেই বড় হয়েছেন তিনি।
পল্লবী শর্মা (Pallavi Sharma)- কখনও ‘কে আপন কে পর’র জবা, কখনও আবার ‘নিম ফুলের মধু’র পর্ণা- পল্লবীকে নানান অবতারে দেখেছেন দর্শকরা। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে হাজার হাজার মানুষের মন জয় করেছেন তিনি। তবে বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রীও কিন্তু জন্মসূত্রে অবাঙালি।
শ্বেতা মিশ্র (Sweta Mishra)- স্টার জলসার ‘ধুলোকণা’ সিরিয়ালে চড়ুইয়ের চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন শ্বেতা। এখন জি বাংলা ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। জন্মসূত্রে মাড়োয়ারী হলেও শ্বেতার মধ্যে কিন্তু বাঙালিয়ানার কোনও খামতি নেই।
নেহা আমনদীপ (Neha Amandeep)- ‘স্ত্রী’ সিরিয়ালের নায়িকাকে নিশ্চয়ই মনে আছে? জি বাংলার এই ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন হয়ে গেল পর্দায় দেখা যায় না নেহাকে। তবে শোনা যাচ্ছে শীঘ্রই কামব্যাক করতে চলেছেন তিনি। এই নেহাও কিন্তু জন্মসূত্রে অবাঙালি।
ক্রুশল আহুজা (Krushal Ahuja)- ‘কী করে বলব তোমায়’, ‘রানু পেল লটারি’ সিরিয়ালের নায়ক ক্রুশলের নামও লিস্টে রয়েছে। বাংলার পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। টেলি দুনিয়ার এই নামী অভিনেতা কিন্তু বাঙালি নন।
শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)- স্টার জলসার বহুচর্চিত একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি।
পর্দার ‘গুড্ডি’র বাস্তবের পদবী দেখে অনেকেই ভাবেন তিনি হয়তো অবাঙালি। তবে এমনটা কিন্তু একেবারেই নয়। শ্যামৌপ্তি পুরোদস্তুর বাঙালি মেয়ে।