স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। কয়েকদিনের মধ্যেই নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শকমন। শুধু তাই নয়, বাংলার হাজার হাজার মেয়ে রীতিমতো ফিদা হয়ে গিয়েছে ‘ডোডোদা’কে দেখে। ‘মেয়েবেলা’য় অভিনয় করে ‘বং ক্রাশ’ তকমা আদায় করে নিয়েছেন অভিনেতা।
স্টার জলসার সিরিয়ালে অভিনয় করে মহিলামহলে ভালো রকমের জনপ্রিয় হয়ে গিয়েছেন অর্পণ। সোশ্যাল মিডিয়া খুললেই তাঁর ক্রেজ দেখতে পাওয়া যায়। তবে এই সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই একদিন জানা যায়, পর্দার ‘ডোডোদা’ বাস্তবে বিবাহিত। অর্পণের বিয়ের খবর জানতেই মন ভেঙে যায় তাঁর অসংখ্য মহিলা অনুরাগীদের।
এসবের মাঝেই আবার একটি গুঞ্জন শোনা যায় যে, ‘মেয়েবেলা’য় অভিনয় করে মহিলামহলে অর্পণের যে এত জনপ্রিয়তা তার প্রভাব নাকি অভিনেতার বৈবাহিক জীবনে পড়েছে। এই হ্যান্ডসাম টেলি অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই তরুণী। সেটা নাকি একেবারেই মানতে পারছেন না তাঁর স্ত্রী দেবারতি। তবে সত্যিই কি এমনটা হয়েছে? সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন অর্পণ নিজে।
‘মেয়েবেলা’ অভিনেতা আগেই জানিয়েছিলেন, তিনি এবং দেবারতি ভালোবেসে বিয়ে করেছেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালেই রাখতে চান অভিনেতা। স্ত্রীয়ের সঙ্গে তাই ছবিও শেয়ার করতে দেখা যায় না তাঁকে। তবে অর্পণের ব্যক্তিগত জীবনে ঝড় ওঠার যে খবর গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তা একেবারেই ভুয়ো। সম্প্রতি অভিনেতা নিজে এই বিষয়ে কথা বলেন।
এক নামী ইউটিউব চ্যানেলের কাছে এই নিয়ে মুখ খোলেন ‘বং ক্রাশ’ ডোডোদা। অভিনেতা জানান তাঁর স্ত্রী নাকি তাঁকে বলেন, ‘তুমি তো পাবলিক প্রপার্টি’। পাশাপাশি এও জানান, তাঁরা যেহেতু খুব ভালো বন্ধু, সেই জন্য তাঁদের মধ্যেকার বোঝাপড়াটাও দারুণ। অর্পণ নিয়ে মহিলামহলে যে এত ক্রেজ তা নাকি গায়ে মাখেন না দেবারতি।
সদ্য জামাইষষ্ঠী হয়েছে, সেখানেও নাকি খুব বেশি মাতামাতি করেননি দু’জনে। অর্পণ বলেন, ‘জামাইষষ্ঠী হয়েছে, তবে বিরাট বড় করে, অনেক থালা-বাটি সাজিয়ে কিছু করা হয়নি। আসলে আমার স্ত্রী আমায় বলে, তুই তো অভিনয় করিস, ৫ বছর বিবাহিত জীবন কাটা। এরপর নাহয় ভালো করে জামাইষষ্ঠী করব’। প্রসঙ্গত, আসন্ন ধারাবাহিন ‘সন্ধ্যাতারা’র কেড়ে নিয়েছে ‘মেয়েবেলা’র ৭:৩০টার স্লট। এবার এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে নাকি নতুন কোনও স্লটে দেখানো হবে সেই খবর এখনও পাওয়া যায়নি।