• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লর্ডসের মাঠে আবারও উঠবে ঝড়, ফাঁস হল সৌরভের বায়োপিকের নায়কের নাম!

Updated on:

Sourav Ganguly Biopic in Bollywood who will playing lead role revealed

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলীর বায়োপিক (Sourav Ganguly Biopic) যে আসছে একথা অনেক মাস ধরেই শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলছে ছবির প্রস্তুতি এবং অনস্ক্রিন সৌরভের (Sourav Ganguly) খোঁজ। প্রথমে শোনা গিয়েছিল, বলিউড (Bollywood) সুপারস্টার রণবীর কাপুরকে সৌরভের চরিত্রে দেখা যাবে। কিন্তু এখন জানা গেল, রণবীর নন, বরং বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতাকে ‘দাদা’র চরিত্রে দেখা যাবে।

সৌরভ শুধুমাত্র বাংলার নন, গোটা ভারতের গর্ব। বিশ্বমঞ্চে একাধিকবার দেশকে গর্বিত করেছেন তিনি। সৌরভের বায়োপিকে তাঁর কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা কাহিনীও তুলে ধরা হবে। সেই জন্য গত কয়েক মাস ধরে এমন একজন অভিনেতার খোঁজ করছিলেন নির্মাতারা যিনি পর্দায় সৌরভের চরিত্রটি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারবেন। অবশেষে সম্পন্ন হয়েছে সেই খোঁজ।

Sourav Ganguly, Sourav Ganguly biopic

প্রথমে শোনা গিয়েছিল, সৌরভ এবং তাঁর বায়োপিকের নির্মাতাদের প্রথম পছন্দ হলেন রণবীর কাপুর। কিন্তু পরে অভিনেতা নিজেই জানান, তাঁর সঙ্গে এই বিষয়ে সৌরভের বায়োপিকের নির্মাতাদের কোনও কথা হয়নি। এখন জানা গেল, রণবীর নন, বরং বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana) বড়পর্দায় সৌরভের চরিত্রে দেখা যাবে।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিকবার সৌরভের বায়োপিকের নির্মাতাদের সঙ্গে আয়ুষ্মানের বৈঠক হয়ে গিয়েছে। নির্মাতাদের মতে, আয়ুষ্মান ‘দাদা’র চরিত্র সবচেয়ে ভালোভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। এমনকি সৌরভ নিজেও আয়ুষ্মানের কাস্টিংয়ে খুশি।

Sourav Ganguly and Ayushmann Khurrana, Sourav Ganguly biopic, Ayushmann Khurrana Sourav Ganguly biopic

শোনা যাচ্ছে, শীঘ্রই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা করবেন আয়ুষ্মান। চরিত্রের ব্যাপারে আরও ভালো করে তাঁর থেকে বুঝে নেবেন বলি অভিনেতা। এরপর শুরু হবে ক্রিকেটের ট্রেনিং। জানা যাচ্ছে, মেগা বাজেট এই ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পিতৃহারা হয়েছেন আয়ুষ্মান। পিতার মৃত্যুর পর আপাতত সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেতা। শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবন কিছুটা সামলে শীঘ্রই কাজে ফিরবেন তিনি। এরপরই জোরকদমে শুরু হয়ে যাবে সৌরভের বায়োপিকের কাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥