• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছরে দু’বার আসে অমিতাভের জন্মদিন! ৪০ বছর পর ফাঁস হল বচ্চন পরিবারের গোপন তথ্য

Published on:

Bollywood Big B Amitabh Bacchan Celebrate birthday twice a year

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ‘শেহেনশাহ’ বলা হয় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি এবং দর্শকমনে রাজত্ব করছেন তিনি। দেখতে দেখতে ৮০ বছর বয়স হয়ে গিয়েছে অভিনেতার। তবুও এখনও তাঁর ডিম্যান্ড তুঙ্গে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

অনুরাগীদের কাছে অমিতাভ ঈশ্বরসম। প্রত্যেকদিন তাঁর বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। তাঁদের একটাই আশা, একবার যেন ‘বিগ বি’কে সামনে থেকে দেখতে পান তাঁরা। আর যদি অমিতাভের জন্মদিন (Amitabh Bachchan Birthday) হয়, তাহলে তো বাদ দিন! সেদিন ‘জলসা’র বাইরে উপচে পড়ে অভিনেতার ভক্তদের ভিড়।

Amitabh Bachchan, Amitabh Bachchan birthday

তবে আপনি কি জানেন, অমিতাভ এমন একজন অভিনেতা যার জন্মদিন বছরে দু’বার পালিত হয়। এখন নিশ্চয়ই ভাবছেন, এমন অদ্ভুত পরম্পরা কেন? আজকের প্রতিবেদনে বচ্চন পরিবারের এই অভিনব পরম্পরার পিছনের অজানা কাহিনীই তুলে ধরা হল।

১৯৪২ সালের ১১ অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্ম অমিতাভের। এই দিনটিতে ধুমধাম করে তাঁর জন্মদিন পালিত হয়। তবে ১১ অক্টোবর ছাড়াও প্রত্যেক বছর ২ আগস্টও তাঁর জন্মদিন পালন করে অভিনেতার ভক্তরা। সেই ঘটনার পিছনের কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

Amitabh Bachchan, Amitabh Bachchan birthday

আসলে ১৯৮২ সালের ২৪ জুলাই ‘কুলি’ ছবির শ্যুটিংয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ। তাঁর অবস্থা এতটাই সংকটজনক ছিল যে চিকিৎসকেরা বলতে পারছিলেন না তিনি বাঁচবেন কিনা। তবে বচ্চন পরিবারের সদস্য এবং অমিতাভের অনুরাগীদের প্রার্থনায় সাড়া দেন ঈশ্বর। ২ আগস্ট হাত নড়ে ওঠে হাসপাতালে ভর্তি অমিতাভের।

সেই থেকে ‘বিগ বি’র অনুরাগীরা বিশ্বাস করেন, ২ আগস্ট দ্বিতীয় জন্ম হয়েছে অমিতাভের। আর সেই জন্যই এই দিনটিকেও অমিতাভের জন্মদিন হিসেবেই উদযাপন করেন তাঁরা। প্রসঙ্গত, ‘কুলি’ ছবির সেটে আহত হওয়ার পর প্রায় ২ মাস হাসপাতালে ভর্তি থেকে জীবনমৃত্যুর লড়াই লড়েছিলেন অভিনেতা। এরপর বাড়ি ফিরে তিনি বলেছিলেন, ‘জীবন এবং মৃত্যুর মাঝে একটি ভয়াবহ অগ্নিপরীক্ষা ছিল। দু’মাস ধরে চলা মৃত্যুর সঙ্গে এই লড়াই শেষ হয়েছে। মৃত্যুকে হারিয়ে আমি নিজের বাড়ি ফিরে এসেছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥