• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গৌরী কালীর অংশ হলে তার মেয়ে তারা কি করে হয়? ‘গাঁজাখুরি’ গল্প দেখেই ধুয়ে দিল দর্শকেরা

Published on:

Zee Bangla Gouri Elo Bengali Serial track trolled by netizens

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত ভক্তিমূলক একটি সিরিয়াল হল ‘গৌরী এলো’ (Gouri  Elo)।  এই ধারাবাহিকের নায়ক-নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) স্বয়ং মা ঘোমটা কালী এবং দেবাধিদেব মহাদেবের অংশ। তাই তাঁদের হাত ধরে মাঝেমধ্যেই নানা ধরনের অলৌকিক কান্ড কারখানা সাক্ষী হয়ে থাকেন এই সিরিয়ালের দর্শকরা।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই এই ধারাবাহিকে ঈশান-গৌরীর চরম শত্রু শৈলমা নিজেকে দেবীর অংশ মনে করে। ইতিপূর্বে একাধিকবার ঈশান-গৌরীকে প্রাণে মেরে ফেলার একাধিক চেষ্টা করেছে ভন্ড শৈলমা। এমনকি তাঁদের একমাত্র কন্যা সন্তান তারাকেও বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,ঈশান,Ishan,তারা,Tara,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু পাপী শৈলমা জানে না গৌরীর মতো তাঁর মেয়ে তারাও আসলে মা কালীর অংশ। স্বয়ং দেবী নিজেই এসেছে, গৌরীর সন্তান হয়ে।গত পর্বেই গৌরী, নিজের চোখে দেখেছে মা কালী আর তাঁর মেয়ে তারার লীলা খেলা। গত পর্বেই দর্শক দেখেছেন শৈল মায়ের জন্মতিথিতেই অবশেষে তার পর্দা ফাঁস করেছে ঈশান গৌরী।

আর এবার ধারাবাহিকে আসতে চলেছে আরও এক নতুন চমক। এবার বড় দেখানো হবে ঈশান গৌরীর মেয়ে তারাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে গৌরীর সাথে এই তারার বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে ‘এবার সব অশুভ ,হবে বাড়ি ছাড়া। গৌরী যে আর একা নয়। সঙ্গে আছে তারা।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,ঈশান,Ishan,তারা,Tara,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সেই সাথে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তারার একটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে রসিকতা করে একজন দর্শক লিখেছেন ‘আমি তো জানতাম ঈশান আর গৌরি মহাদেব আর কালির অংশ তাহলে ওদের বাচ্চা কিভাবে আবার তারা হয়। তারা আর কালি তো একই।। গৌরির বাচ্চা তো লক্ষী বা সরস্বতী হওয়া উচিৎ ছিল’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,ঈশান,Ishan,তারা,Tara,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত ঠাকুর দেবতার সিরিয়াল নিয়ে ইতিপূর্বে বহুবার ছেলেখেলা করার অভিযোগ উঠেছে এই সিরিয়ালের বিরুদ্ধে। এমনকি এই  সিরিয়াল বয়কটের দাবিও জানিয়েছিলেন দর্শক। যদিও প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকা কিন্তু রীতিমতো ভালো ফল করে তাক লাগিয়ে দেয় এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥