স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত অনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। গত এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। এখন যেখানে বহু সিরিয়াল ২-৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়, সেখানে ঋদ্ধি (Riddhiman)-খড়ির (Khori) সিরিয়াল সগৌরবে এক বছর পার করে ফেলেছে। যা নিঃসন্দেহে সিরিয়ালের টিমের কাছে একটি বড় প্রাপ্তি।
যদিও নায়িকা খড়ি তথা অভিনেত্রী শোলাঙ্কি রায় ‘গাঁটছড়া’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সিরিয়ালের জনপ্রিয়তাও খানিকটা কমে গিয়েছে। ধারাবাহিকের নতুন ট্র্যাক অনেকেরই পছন্দ হচ্ছে না। বিশেষত বিন্দি (Bindi) চরিত্রটির সঙ্গে ঋদ্ধির রসায়ন দেখতে একেবারেই ভালোলাগছে না অনেকের। বেশিরভাগ দর্শকদের একটাই দাবি, খড়িকে ফিরিয়ে আনা হোক।
‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালের গল্প এখন বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। সিংহ রায় পরিবারের নতুন প্রজন্ম তথা ঋদ্ধি, কুণাল এবং রাহুলের সন্তানদের নিয়ে এখন এগোচ্ছে সিরিয়ালের গল্প। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়েছে বিন্দি চরিত্রটি। তাঁর সঙ্গে ঋদ্ধির রসায়ন দেখে অনেকেই অনুমান করেছিলেন, তাঁকে হয়তো ঋদ্ধির নতুন নায়িকা হিসেবে দেখাতে চাইছেন নির্মাতারা। আর ‘গাঁটছড়া’র নতুন প্রোমোয় সেটাই প্রমাণিত হয়ে গেল।
সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘গাঁটছড়া’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঋদ্ধিকে তাঁর মা এবং দ্যুতি বলে, বিন্দির বাবা তাঁর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বিন্দির বিয়েও ঠিক করে দিয়েছেন তিনি। যা শুনে ঋদ্ধি বলে, সে কিছুতেই বিন্দির কেরিয়ার শেষ হয়ে যেতে দেবে না।
এরপরই দেখা যায়, কনের সাজে বিন্দি পালিয়ে গিয়েছে। তাঁর পিছু নিয়েছে বেশ কয়েকজন গুণ্ডা। ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় ঋদ্ধি। কনের বেশে থাকা বিন্দিকে বাসে তুলে নিয়ে বাঁচায় সে। ‘গাঁটছড়া’র এই প্রোমো দেখেই দর্শকরা নিশ্চিত হয়ে গিয়েছেন, বিন্দিই ঋদ্ধির নতুন নায়িকা।
এতদিন পর্যন্ত দর্শকদের মনের কোণায় একটু আশা ছিল, খড়ি হয়তো ফিরবে। কিন্তু এই প্রোমো দেখে তাঁরা বেশ বুঝে গিয়েছেন, তেমন কিছু আর হবে না। আর এটাই মেনে নিতে পারছেন না তাঁরা। বয়কট ছেড়ে এখন অনেকে ‘গাঁটছড়া’ বন্ধের দাবি তুলতে শুরু করে দিয়েছে। খড়িহীন ‘গাঁটছড়া’ দেখবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।