• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাটরিনার বড় ভিকিকে অপমান! সলমনের বডিগার্ড ধাক্কা মারতেই শুরু হল বিতর্ক

Updated on:

Salman Khan,Vicky Kaushal,ignore,IIFA 2023,Bollywood,actor,Bollywood actor,entertainment,video,social media,সলমন খান,ভিকি কৌশল,অপমান,বলিউড,অভিনেতা,বলিউড অভিনেতা,সোশ্যাল মিডিয়া,ভিডিও,ভাইরাল,বিনোদন,আইফা ২০২৩,Salman Khan Vicky Kaushal,Salman Khan Vicky Kaushal IIFA 2023,Salman Khan ignores Vicky Kaushal,সলমন খান ভিকি কৌশল,সলমন খান ভিকি কৌশল আইফা ২০২৩

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) নিজের মর্জির মালিক। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কারোর মন রেখে চলতে পারেন না। ভাইজানের এই স্বভাবটাই ভীষণ পছন্দ তাঁর অনুরাগীদের। তবে মাঝেমধ্যে তাঁর এই স্বভাব জন্ম দেয় বিস্তর বিতর্কেরও। সম্প্রতি যেমন ভিকি কৌশলকে (Vicky Kaushal) তিনি যেভাবে সকলের সামনে ‘অপমান’ করেছেন তা একেবারেই মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ।

ভিকি এবং সলমন দু’জনেই বলিউডের প্রথম সারির অভিনেতা। তবে তাঁদের মধ্যে আরও একটি মিল রয়েছে। ভিকি হলেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফের স্বামী। অপরদিকে সলমন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক। যদিও এতদিন পর্যন্ত দুই তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলেই জানতো সকলে। তবে এবার সবার সামনে ভিকিকে যেভাবে পাত্তা না দিয়ে চলে গটগট করে চলে যান ভাইজান, তা দেখে অনেকে অনুমান করছেন, দুই তারকার সম্পর্কের অবনতি হয়েছে।

Salman Khan and Vicky Kaushal, Salman Khan ignores Vicky Kaushal

ভিকি এবং সলমন দু’জনেই এখন আবু ধাবিতে রয়েছে। আইফা ২০২৩’র (IIFA 2023) অনুষ্ঠানের জন্য মরু দেশে উপস্থিত হয়েছে প্রায় গোটা বলিউড। গতকাল আয়োজিত হয়েছিল আইফার গ্রিন কার্পেট অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের ভিডিও। আর সেই অনুষ্ঠানেই ভিকির প্রতি সলমনের করা দুর্ব্যবহার নজর কেড়েছে নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, একজন অনুরাগীর সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ক্যাটরিনার স্বামী। সেই সময় সেখানে এন্ট্রি নেন সলমন। ভাইজানকে ঘিরে রেখেছিলেন তাঁর বডিগার্ডরা। সলমন আসছে দেখেই ভিকিও এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়েন। এরপর ভাইজান আসলে তাঁর সঙ্গে হাত মেলাবেন বলে হাত বাড়িয়ে দেন।

Salman Khan and Vicky Kaushal, Salman Khan ignores Vicky Kaushal

সলমন প্রথমে ভিকির দিকে কয়েক সেকেন্ড তাকান। কিন্তু এরপরই গটগট করে হেঁটে বেরিয়ে যান। ভিকি হাত বাড়িয়ে থাকলেও ভাইজান তাঁর সঙ্গে হাত মেলাননি। শুধু তাই নয়, সলমনের দেহরক্ষী ক্যাটরিনার স্বামীকে ধাক্কা দিয়ে সরিয়েও দেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও। সেই সঙ্গেই উঠেছে বিতর্কের ঝড়।


নেটিজেনদের একাংশ সলমনের কোনও দোষ না দেখলেও, অনেকেই তাঁর এই আচরণে বেশ চটে গিয়েছেন। অনেকেই এই ভিডিও দেখার পর তুলোধোনা করেছেন ভাইজানকে। ভিকিকে ব্যক্তিগতভাবে চেনা সত্ত্বেও তিনি যে আচরণ করেছেন তা দৃষ্টিকটু লেগেছে অনেকেরই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥