• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইন্ডাস্ট্রি’ হয়েও গর্ব নেই! নিজেকে নয়, এই অভিনেতাকেই সেরা মনে করেন প্রসেনজিৎ

Published on:

Tollywood's Best actor according to Prosenjit Chatterjee

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) সেরা অভিনেতাদের কথা যদি ওঠে তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নাম আসবেই। তারকা সন্তান হলেও নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকমনে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। গত চার দশক ধরে টলিউড এবং দর্শকদের হৃদয়ে রাজত্ব করছেন বুম্বাদা। একসময় ডুবন্ত টলিউডকে নিজের দায়িত্বে ফের মাথা তুলে দাঁড় করিয়েছিলেন এই অভিনেতা।

ইন্ডাস্ট্রিকে এত সাফল্য এনে দিলেও প্রসেনজিৎকে নিয়ে কম বিতর্ক কিন্তু হয়নি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবন নিয়েও প্রচুর বিতর্কে জড়িয়েছেন তিনি। বুম্বাদার বিরুদ্ধে উঠেছে স্বজনপোষণ, কেরিয়ার শেষ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। তবে সেসব অভিযোগকে ধুলোয় মিশিয়ে আজও সবার চোখে সেরা (Best Actor) তিনি।

Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee best actor

তবে যতই বিতর্ক হোক না কেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতিতে প্রসেনজিতের অবদানের কথা কখনওই অস্বীকার করা যাবে না। সেই জন্যই তো আজ অভিনেতার পরিচিতি ‘ইন্ডাস্ট্রি’ নামে। অনেকের কাছেই তিনি টলিউডের সেরা অভিনেতা। তবে বুম্বাদার কাছে সেরা কে?

একবার এক সাক্ষাৎকারে নিজের সবচেয়ে পছন্দের অভিনেতার নাম ফাঁস করেছিলেন প্রসেনজিৎ নিজেই। কোনও রাখঢাক না করেই তিনি বলেছিলেন, অভিনেতা হিসেবে তাঁর চোখে তাপস পালই (Tapas Paul) সবচেয়ে এগিয়ে থাকবেন। হাজার হাজার দর্শকের বিচারে তিনি সেরা হলেও, প্রসেনজিতের চোখে সেরা অভিনেতা তাপস পালই।

Prosenjit Chatterjee and Tapas Paul, Prosenjit Chatterjee best actor

বুম্বাদা বলেছিলেন, ‘আমি সবাইকে একটা কথাই বলতাম। এখনও বলি, ওঁর (তাপস পাল) অভিনয় দারুণ’। অভিনেতার এই বক্তব্যের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, তাপস পালের মৃত্যুর পর তাঁর সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছিলেন প্রসেনজিৎ। অভিনেতা লিখেছিলেন, ‘বন্ধু, তুই শিল্পী ছিলিস। আর দেখিস, তোকে শিল্পী হিসেবেই মানুষ মনে রাখবে। আর মনে রাখবে তোর মুখের ওই হাসিটা। ভালো থাকিস বন্ধু’।

উল্লেখ্য, প্রসেনজিতের মতো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র হলেন তাপস পাল। নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘গুরুদক্ষিণা’, ‘দাদার কীর্তি’, ‘মঙ্গলদীপ’, ‘অবোধ’, ‘মেজো বউ’, ‘ভালোবাসা ভালোবাসা’র মতো ছবি। আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও, নিজের কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মনে বেঁচে আছেন তাপস পাল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥