সম্প্রতি বলিউডের (Bollywood) নামী অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) দ্বিতীয়বার গাঁটছড়া (Marriage) বেঁধেছেন। কলকাতার বুকেই রূপালি বড়ুয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন অভিনেতা। তবে সেই ছবি প্রকাশ্যে আসার মাত্রই শুরু হয়ে যায় চর্চা। ৬০ বছর বয়সে আশিসের বিয়ে করা দেখে ভ্রু কুঁচকেছেন অনেকেই। কেউ কেউ আবার ‘বুড়ো বয়সে ভীমরতি’র মতো কটাক্ষও করেছেন। তবে জানিয়ে রাখি, আশিস প্রথম নন, এর আগেও একাধিক বলিউড সেলেব বেশি বয়সে বিয়ে করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৪ বলিউড তারকার (Bollywood Stars) নাম তুলে ধরা হল।
নীনা গুপ্তা (Neena Gupta)- বলিউড এবং ওটিটির দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন নীনা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনার সম্পর্কের কথা কারোর অজানা ছিল না। সেই সময় দাঁড়িয়ে বিয়ের আগে কন্যা মাসাবাকে জন্ম দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। নীনার মেয়ে এখন নামী ফ্যাশান ডিজাইনার। এই অভিনেত্রীই ২০০৮ সালে ৫০ বছর বয়সে বিবেক মেহরার সঙ্গে সাত পাক ঘোরেন। নীনার স্বামী পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
কবীর বেদী (Kabir Bedi)- বলিউড এবং হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হলেন কবীর বেদী। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতা ৪ বার বিয়ের পিঁড়িতে বসেছেন। ২০১৬ সালে ৭০ বছর বয়সে পারভিন দুসাঞ্জকে বিয়ে করেন তিনি। সেই সময় পারভিনের বয়স ছিল ৪১ বছর। চতুর্থ স্ত্রীয়ের সঙ্গে এতখানি বয়সের পার্থক্য থাকায় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল কবীরকে।
সুহাসিনী মুলে (Suhasini Mulay)- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুহাসিনীর নামও তালিকায় রয়েছে। শোনা যায়, সুহাসিনী দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে ছিলেন। তবে দুর্ভাগ্যবশত সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর ২০১১ সালে ৬০ বছর বয়সে পেশায় পদার্থবিজ্ঞানী অতুল গুর্তুকে বিয়ে করেন সুহাসিনী।
মিলিন্দ সোমন (Milind Soman)- তালিকার সর্বশেষ নামটি হল নামী মডেল এবং অভিনেতা মিলিন্দের। ২০১৮ সালে ৫২ বছর বয়সে প্রেমিকা অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
মিলিন্দের সঙ্গে অঙ্কিতার বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। এত বছরের ছোট মেয়েকে বিয়ে করার জন্য কম কটাক্ষ শুনতে হয়নি মিলিন্দকে। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে আজ সুখে সংসার করছেন দু’জনে।