বলিউড (Bollywood) অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) বারবার প্রমাণ করেছেন যে বয়স কেবলমাত্র একটা সংখ্যা। সলমন খানের প্রাক্তন বৌদি শীঘ্রই ৫০’এ পা দেবেন। কিন্তু তাঁকে দেখে সেকথা বোঝা দায়। এখনও নিজের শরীরী বিভঙ্গের মাধ্যমে পুরুষ হৃদয়ে ঝড় তুলতে পারেন তিনি। সম্প্রতি যেমন অভিনেত্রীর একটি ভিডিও (Video) দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের।
মালাইকা এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের কর্মজীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। কেরিয়ার শুরু হতে না হতেই বিয়ে, এরপর বিচ্ছেদ। এখন বয়সে বেশ ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম। সব মিলিয়ে মালাইকার ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটে থেকেছে। আবার শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
বলিউড অভিনেতা অর্জুনের সঙ্গে তিনি যে বেশ সুখে আছেন তা বহুবার বলেছেন মালাইকা। অভিনেত্রীর চোখে-মুখেও সেই খুশির ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। সম্প্রতি যেমন মালাইকার নতুন ফটোশ্যুটেও তাঁর সেই খুশির ঝলক দেখতে পাওয়া গিয়েছে।
মালাইকা সম্প্রতি বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানির সঙ্গে শ্যুট করেছেন। সুইমিং পুলে একেবারে হট অবতারে ধরা দিয়েছিলেন তিনি। সেই ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডাব্বু। বলাই বাহুল্য, ‘ছাইয়া ছাইয়া গার্ল’র সেই ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়।
ডাব্বুর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, মালাইকার পরনে রয়েছে ধূসর রঙের একটি মেটালিক আউটফিট। খোলা চুল এবং হালকা মেক আপে নিজের সাজ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। এরপর সেই পোশাক পরেই ভেজা শরীরে নানান রকম অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। মালাইকার এই হট অবতার দেখে অনেক অনুরাগীর মনেই ঝড় উঠেছে।
View this post on Instagram
ডাব্বুর পোস্টের কমেন্ট সেকশন খুললেই দেখা যাবে, নেটিজেনদের একাংশ মালাইকাকে তাঁর রূপের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আবার অনেকে, কটাক্ষও করেছেন নায়িকাকে। একজন যেমন লিখেছেন, ‘ওহ কাকিমা, ডুব দিয়ে নাও!’। দ্বিতীয় জন আবার লিখেছেন, ‘কে বলবে এনার আমায় বয়সী ছেলে রয়েছে আর আমি ওনাকে নিজের জন্য দেখে যাচ্ছি’।