• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০ মিনিটের জাদু! একবার খেলেই চাইবেন বারবার, এভাবে বানিয়ে ফেলুন সয়াবিনের পোলাও

Updated on:

Soyabean Polao Recipe

দুপুরে বাঙালির খাবার মানেই ভাত, একথা সবারই জানা। তবে প্রতিদিন ভাত খেতে কি আর ভালো লাগে! মাঝে মধ্যে স্বাদবদল করে যদি একটু পোলাও হয় তাহলে জমে যায়। আজ আপনাদের জন্য সহজে তৈরী হবে অথচ খেতেও দারুন লাগবে এমন একটা রান্না, সয়াবিনের পোলাও তৈরির রেসিপি (Soyabean Polao Recipe)  নিয়ে হাজির হয়েছি। যেটা স্বাদের পাশাপাশি পুষ্টিতেও ভরপুর।

Soya Chunks Polao Recipe

সয়াবিনের পোলাও তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১. সয়াবিন
২. বাসমতি চাল
৩. পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি
৪. তেজপাতা, লবঙ্গ, দারুচিনি,
৫. ছোট এলাচ, বড় এলাচ
৬. কাজু বাদাম, কড়াইশুঁটি (চাইলে দেবেন)
৭. গোটা জিরে
৮. পরিমাণ মত নুন
৯. সামান্য চিনি স্বাদের জন্য
১০. রান্নার জন্য সাদা তেল ও ঘি

সয়াবিনের পোলাও তৈরির পদ্ধতিঃ

➥ সয়াবিনের পোলাও তৈরির জন্য প্রথমেই এক কাপ মত সয়াবিন একবাটি জলের মধ্যে দিয়ে ভিজিয়ে নিতে হবে। তবে একবার নয় দু থেকে তিন বার জল পাল্টে ভিজিয়ে নিতে হবে। শেষে হাতে করে চিপে জল ঝরিয়ে আলাদা করে নিতে হবে। আর একই সময় এককাপ বাসমতি চাল নিয়েসেটাকেও ভিজিয়ে রাখতে হবে।

➥ এরপর কড়ায় ১ চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে গরম করে নিতে হবে। তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, ছোট এলাচ, ফাটানো বড় এলাচ আর গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিতে হবে। তারপর কয়েকটা চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।

➥ ফোঁড়নের পর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করতে হবে। ২-৩ মিনিট পর এক মুঠো কাজু বাদাম আর কড়াইশুঁটি (যদি পারেন তাহলে দেবেন নাহলে নাও দিতে পারেন) দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

➥ পেঁয়াজ কড়াইশুঁটি ভেজে নেওয়ার পর ভিজিয়ে রাখা সয়াবিন কড়ায় দিয়ে দু মিনিট মত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ কিছুটা বাড়িয়ে নিতে হবে। তারপর শেষে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। তারপর আরও ২-৩ মিনিট নেড়েচেড়ে ভেজে নিন।

➥ ভাজা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। এক্ষেত্রে এক জনের পরিমাপে রান্না করা হচ্ছে, এক কাপ চালের জন্য দুকাপ জল আর এক কাপ সয়াবিনের জন্য আধকাপ মোট আড়াই কাপ জল দিয়ে দিন। সাথে পরিমাণ মত নুন, আর সামান্য চিনি দিয়ে দু মিনিট মত ফুটতে দিতে হবে।

➥ সব শেষে আঁচ কমিয়ে মিডিয়াম আঁচে ১৫ মিনিট মত ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরী স্বাদে গন্ধে অতুলনীয় আর পুষ্টিগুণে ভরপুর সয়াবিনের পোলাও। রান্না হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই চাল একেবারে ঝরঝরে হয়ে যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥