বলিউডের (Bollywood) হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে একজন হলেন জায়েদ খান (Zayed Khan)। লম্বা-সুদর্শন এই অভিনেতা অনেক মেয়েরই ক্রাশ ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আজ বলিউডে দেখা নেই তাঁর। কোথায় হারিয়ে গেলেন এই জনপ্রিয় অভিনেতা? মাঝেমধ্যেই এই প্রশ্ন উঁকি দেয় অনুরাগীদের মনে। আজকের প্রতিবেদনে সেই খোঁজই দেওয়া হল।
বলিউডের একসময়কার নামী অভিনেতাদের মধ্যে একজন হলেন সঞ্জয় খান। শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয়, পরিচালক-প্রযোজক হিসেবেও ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি। এমনকি চিত্রনাট্যকার হিসেবেও সফল হয়েছিলেন সঞ্জয়। বাবার দেখানো পথে হেঁটে বলিউডে পা রাখেন জায়েদও। কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁর মতো সফল হতে পারেননি তিনি।
২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন জায়েদ। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে এষা দেওল। শোনা গিয়েছিল, এই ছবির সেটে মন দেওয়া-নেওয়াও হয়ে গিয়েছিল তাঁদের। যদিও সেই প্রেম বেশিদিন টেকেনি।
এরপর শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হু না’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন জায়েদ। এই ছবিতে ‘বাদশা’র ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘লাকি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তাও পান সঞ্জয়-পুত্র। এরপর ‘দশ’, ‘লাভ ব্রেকআপস জিন্দগি’ হাতেগোন কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
এরপর ২০১৫ সালে ‘শরাফত গয়ি তেল লেনে’ ছবিতে শেষবারের মতো দেখা যায় জায়েদকে। মাঝখানে কেটে গিয়েছে প্রায় ৮ বছর। এই সময়কালের মধ্যে আর কোনও সিনেমায় দেখা যায়নি শাহরুখের অন স্ক্রিন ভাইকে। স্ত্রী, সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা।
তবে চলতি বছর মার্চ মাসে বলিউডে ২০ বছর সম্পূর্ণ হয়েছে জায়েদের। সেই বিশেষ দিনে নিজের কামব্যাকের কথা ঘোষণা করেন ঋত্বিক রোশনের প্রাক্তন শ্যালক তথা সুজান খানের ভাই। জায়েদ জানান, শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন সিনেমা। আপাতত সেই ছবির রিলিজের জন্যই মুখিয়ে রয়েছেন জায়েদের অনুরাগীরা।