বিনোদন ইন্ডাস্ট্রিতে মন দেওয়া-নেওয়ার বিষয়টি একেবারেই নতুন নয়। বিয়ের আগে তো বটেই, বিয়ের পরেও অনেক অভিনেতা-অভিনেত্রী মন দিয়ে বসেন। বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই একাধিক শিল্পীর পরকীয়ার (Extra Marital Affair) খবর শুনতে পাওয়া যায়। তবে অনেকেই জানেন না, শুধুমাত্র বলিউডেই নয়, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাও পরকীয়ায় জড়িয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ দক্ষিণী অভিনেতার (South Indian Actor) নাম তুলে ধরা হল।
ধনুষ (Dhanush)- রজনীকান্তের জামাই তথা নামী অভিনেতা ধনুষের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। শোনা যায়, বিবাহিত থাকাকালীনই অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই ফাঁস হয়ে যায় সেই সম্পর্কের কথা। পরে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
প্রভু দেবা (Prabhu Deva)- দক্ষিণ ভারতের নামী অভিনেতা এবং জনপ্রিয় কোরিওগ্রাফার খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন। কিন্তু এরপর বাড়িতে বৌকে ফেলে রেখে দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেকথা জানাজানি হতে ঝড় ওঠে প্রভু দেবা এবং স্ত্রী লতার সংসারে। লতা প্রকাশ্যে তাঁর সংসার ভাঙার জন্য নয়নতারাকে দায়ী করেছিলেন।
নাগার্জুন (Nagarjuna)- ২০০৬ সাল নাগাদ শোনা যেতে থাকে, বলি সুন্দরী তাবুকে মন দিয়েছেন বিবাহিত নাগার্জুন। একথা ফাঁস হতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। পরে অবশ্য অভিনেতার স্ত্রী অমলা সেসব জল্পনাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন।
কমল হাসান (Kamal Haasan)- দক্ষিণী সুপারস্টার কমল হাসানের নামও তালিকায় রয়েছে। অভিনেতা খুব কম বয়সে বাণী গণপতির সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। বিবাহিত থাকাকালীনই তিনি অভিনেত্রী সারিকার প্রেমে পড়েন। এরপর তাঁকে বিয়ে করেন কমল। কিন্তু দ্বিতীয় বিয়েও টেকেনি অভিনেতার। শোনা যায়, সারিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীনই অভিনেত্রী গৌতমীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন কমল।
নাগা চৈতন্য (Naga Chaitanya)- নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু খুব ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে বেশিদিন টেকেনি। ডিভোর্সের পর শোনা যেতে থাকে, সামান্থা নাকি পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন। তবে অভিনেত্রী সেই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন।
এখন সামান্থা সিঙ্গেলই আছেন। তবে নাগা অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। অনেকের অনুমান, বিবাহিত থাকাকালীনই শোভিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নাগা। সেই জন্যই ভাঙে তাঁর বিয়ে।