• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঋত্বিকের ডুপ্লিকেট হয়েও বলিউডে ব্যর্থ! ইন্ডাস্ট্রি থেকে দূরে আজ এই হালে দিন কাটাচ্ছেন অভিনেতা

Updated on:

Bollywood actor Harman Baweja look alike Hrithik Roshan quit Bollywood industry, where is he now

বলিউড (Bollywood) অভিনেতা হরমন বাওয়েজাকে (Harman Baweja) মনে আছে? হুবহু ঋত্বিক রোশনের (Hrithik Roshan) মতো দেখতে, একই রকম উচ্চতা। তবে কেরিয়ারের দিক থেকে যদি বলা হয়, তাহলে ঋত্বিকের মতো সাফল্য তিনি পাননি। একসময় ‘কৃষ’ অভিনেতার ডুপ্লিকেট হিসেবে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। তবে আজ সেই অভিনেতা কোন হালে দিন কাটাচ্ছেন শুনলে চমকে যাবেন।

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ডুপ্লিকেট খুঁজে পাওয়া নতুন কোনও ব্যাপার নয়। শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বর্য রাই হয়ে অনুষ্কা শর্মা- বি টাউনের একাধিক তারকার ডুপ্লিকেট আমরা দেখেছি। তবে সেই ডুপ্লিকেটও পেশায় বলিউড তারকা হবে এমন নজির খুব কমই রয়েছে। হাতেগোনা সেই কয়েকটি নজিরের মধ্যে নাম রয়েছে হরমনের।

Harman Baweja, Harman Baweja unknown facts

‘লাভ স্টোরি ২০৫০’র হাত ধরে বি টাউনে ডেবিউ করেছিলেন হরমন। প্রথম ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ৪০ কোটি টাকা খরচ করে এই ছবিটি তৈরি করেছিলেন হরমনের মা-বাবা। কিন্তু বক্স অফিসে মাত্র ২০ কোটি টাকা আয় করতে পেরেছিল এই ছবি। নিজের কেরিয়ারে হাতে গোনা কয়েকটি ছবিতেই অভিনয় করেছেন হরমন। এর মধ্যে শুধুমাত্র প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘হোয়াটস ইওর রাশি’ ছবিটি দর্শকমনে দাগ কাটতে পেরেছিল।

এই সিনেমায় হরমনের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে তাঁর অভিনয়ের থেকেও ঋত্বিকের সঙ্গে তাঁর মুখের মিল দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন প্রত্যেকে। বলিউডের ‘গ্রিক গড’র মতো দেখতে হলেও, কেরিয়ারে সেই জন্য বিশেষ লাভ করতে পারেননি হরমন। বরং ব্যাক টু ব্যাক ফ্লপের পর ইন্ডাস্ট্রি থেকে একপ্রকার হারিয়ে যান তিনি।

Harman Baweja, Harman Baweja unknown facts

হরমনের বাবা পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। তবে ছোটবেলা থেকেই হরমন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই জন্য স্কুলে ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতেন তিনি। তবে ১৬ বছর বয়সে সেসব ছেড়ে বিদেশ চলে যান হরমন। সেখানে গিয়ে হোটেল ম্যানেজমেন্টের পড়াশোনা করে ফের দেশে ফিরে আসেন তিনি। অভিনেতা জানান, এরপর তাঁর বাবা তাঁকে প্রযোজনা সংস্থার কাজ শেখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁর চোখে তখন ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন।

Harman Baweja, Harman Baweja unknown facts

সেই স্বপ্ন নিয়েই হরমন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। এরপর বলিউড ডেবিউ করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত বি টাউনে সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি। তবে আজ অত্যন্ত সফলতার সঙ্গে বাবার প্রযোজনা সংস্থার কাজ সামলাচ্ছেন হরমন। অভিনেতা হিসেবে ব্যর্থ হলেও প্রযোজক হিসেবে বেশ সফল তিনি। শীঘ্রই হনসল মেহতার ‘স্কুপ’ ওয়েব সিরিজে অভিনয়ও করতে দেখা যাবে তাঁকে। এত বছর পর ফের অভিনেতা হিসেবে কামব্যাক করে দর্শকমনে হরমন ছাপ ফেলতে পারে কিনা সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥