গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে (Bollywood) রাজত্ব করছেন সুপারস্টার সলমন খান (Salman Khan)। নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জিতে নিয়েছেন তিনি। শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বে অগণিত অনুরাগী রয়েছে তাঁর। তবে অভিনেতার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে একেবারেই ছাপ ফেলতে পারেনি। বরং মুখ থুবড়ে পড়েছে।
‘রাধে’, ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’ ফ্লপ হওয়ার পর বেশ কিছুদিন অভিনয় দুনিয়া থেকে দূরে সরে ছিলেন ভাইজান। এরপর চলতি বছর ‘কিসি কা ভাই কিসি কি জান’র হাত ধরে কামব্যাক করেন তিনি। অনেকেই ভেবেছিলেন মাল্টি স্টারার এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে। কিন্তু বাস্তবে এমনটা হয়নি। বরং চরম ফ্লপ হয়েছে এই ছবি।
এরপর শোনা যায়, সলমন নাকি অভিনয় জগত থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই কারণে আপাতত কোনও নতুন ছবির অফারও তিনি গ্রহণ করছেন না। তবে এবার জানা গেল, অভিনয় থেকে দূরে সরে নতুন পেশা বেছে নিয়েছেন ভাইজান। ৫৭ বছর বয়সে এসে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
বিনোদন দুনিয়ার তারকাদের সাইড বিজনেস (Business) থাকা একেবারেই নতুন কিছু নয়। বলিউড-টলিউডের অনেক তারকা সফল ব্যবসায়ীও। এবার সেই তালিকাতেই নাম তুলতে চলেছেন সলমনও। অভিনেতা হিসেবে আকাশছোঁয়া সাফল্য লাভের পর এবার হোটেলিয়র হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন তিনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সলমন ইতিমধ্যেই মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজের হোটেল (Hotel) তৈরির প্ল্যানিং শুরু করে দিয়েছেন। ১৯ তলার একটি বিলাসবহুল হোটেল তৈরি করছেন তিনি। অবশ্য সলমন একা নন, এই হোটেল তৈরিতে দুই ভাই আরবাজ, সোহেল এবং বোন অর্পিতাকেও সঙ্গে নিয়েছেন তিনি।
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এক বছর আগেই হোটেল তৈরির আবেদন জমা দিয়েছিলেন সলমন। জমির মালিকানা অবশ্য ভাইজানের নামে নয়, তাঁর মায়ের নামে রয়েছে। জানা গিয়েছে, ১৯ তলার এই বিলাসবহুল হোটেলে ক্যাফে থেকে শুরু করে জিম হয়ে সুইমিং পুল সব কিছুর বন্দোবস্ত থাকবে। এটি তৈরি হলে, প্রথম বলিউড সুপারস্টার হিসেবে নিজের হোটেল খোলার নজির গড়বেন ভাইজান।