মাত্র ২৪ বছর বয়সেই অকালে ঝরে গিয়েছে বাংলা বিনোদন জগতের ফুলের মতো মিষ্টি এক অভিনেত্রীর তরতাজা প্রাণ। তিনি হলেন ‘জিয়নকাঠি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। কারও কাছে তিনি ফাইটার তো কারও কাছে ঐন্দ্রিলার আরেক নাম অনুপ্রেরণা। মারণ রোগ ক্যান্সার হোক কিংবা অন্যান্য শারীরিক অসুস্থতা মৃত্যুকে বুড়ি আঙুল দেখে পরপর দু’বার জিতে গিয়েছিল অভিনেত্রীর প্রবল ইচ্ছাশক্তি।
কিন্তু তৃতীয়বার আর শেষ রাখা হল না। সহজে হাল না ছাড়লেও টানা ২০ দিন মৃত্যুর সাথে তা না করে দিন পাঞ্জা লড়ে শেষমেশ গত বছরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ঐন্দ্রিলা। অভিনেত্রীর প্রয়ানের পর শোকের ছায়া নেমে এসেছিল বাংলার গোটা বিনোদন জগতে।
প্রসঙ্গত কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা এবং দিদি ঐশ্বর্য শর্মা। সেখানে এসে তারা ঐন্দ্রিলার জীবনের কঠিন লড়াইয়ের থেকে শুরু করে তিনি ছোটবেলায় কেমন ছিলেন এমনই নানান ঘটনা শেয়ার করেছিলেন।
সকলের সামনেই ঐন্দিলার মা জানান ছোটবেলায় ঐন্দ্রিলার পড়াশোনায় মন না থাকলেও তিনি যেটুকু পড়াশোনা করতেন তাতেই নাকি খুব ভালো রেজাল্ট করতেন। ছোট থেকেই নাকি ঐন্দ্রিলার অভিনয়ে আসার ইচ্ছা ছিল। একবার নাকি টিউশন পড়তে যাওয়ার নাম করে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।
যদিও ঐন্দ্রিলার দিদি যথাসাধ্য চেষ্টা করেছিলেন তাকে মায়ের কাছে আড়াল করার। কিন্তু শিক্ষা দেবী নিজেই বুঝে গিয়েছিলেন সবটা। ধরা পড়ে সেদিন মায়ের হাতে মার খেয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু সেদিন বোনের সামনে ঢাল দাঁড়িয়ে ছিলেন তার দিদি ঐশ্বর্য।
এরপর পরপর দুবার ক্যান্সার জয়ের পর ঐন্দ্রিলার অসুস্থ হওয়া এবং মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা বলতে গিয়ে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা সেসময়। তাকে জড়িয়ে ধরে মনে জোর দিতে দেখা গিয়েছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কে।