অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী (Television Actress)। বরাহনগরে লরির ধাক্কায় প্রাণ হারান অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। শনিবার রাতে শ্যুটিং থেকে বাড়ি ফেরার সময়েই পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারান সুচন্দ্রা।
স্থানীয় সূত্রে পাওয়া খবর থেকে জানা গিয়েছে, গতকাল তাতে শ্যুটিং শেষ করে অ্যাপ বাইক বুক করেন সুচন্দ্রা। এরপর সেই বাইকে চেপেই পানিহাটিতে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। তবে পথেই দুর্ঘটনার কবলে পড়েন। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি দশ চাকার লরি বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান সুচন্দ্রা।
দুর্ঘটনার ফলে বিটি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ যাওয়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলা টেলি দুনিয়ার পরিচিত মুখ ছিলেন সুচন্দ্রা। জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকেও তাঁকে দেখেছেন দর্শকরা। শনিবারও শ্যুটিং থেকেই বাড়ি ফিরছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের পাওয়া বয়ান অনুযায়ী, অনলাইনে অ্যাপ বাইক বুক করেছিলেন সুচন্দ্রা। বরাহনগর মোড়ের কাছে সিগন্যালে সেই বাইকের সামনে একটি সাইকেল চলে আসায় চালক ব্রেক কষেন। ব্রেক কষার জেরে বাইক থেকে পড়ে যান সুচন্দ্রা। তখনই পিছন থেকে একটি দশ চাকার লরি এসে অভিনেত্রীকে পিষে দেয়।
জানা গিয়েছে, বাইকে সফর করার সময় সুচন্দ্রার মাথায় হেলমেটও ছিল। তবে দশ চাকার লরিটি সেই হেলমেট পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রয়াত হন বাংলা টেলিভিশনের এই প্রতিভাবান অভিনেত্রী। সুচন্দ্রার অকালপ্রয়াণে ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রীর সহকর্মী এবং পরিচিতেরা সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন।
বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট লরির চালককে গ্রেফতারও করেছে বরাহনগর থানার পুলিশ। তবে সুচন্দ্রার এই অকালমৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগী এবং কাছের মানুষরা।