এই মুহূর্তে গোটা ভারতীয় সঙ্গীত জগতের (Indian Music Industry) এক উজ্জ্বল নক্ষত্র হলেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh)। দেশের তাবড় গাইয়েদের কাছে প্রশংসিত হয় অরিজিতের গান। দেশবাসী মন্ত্রমুগ্ধের মতো শোনেন অরিজিৎ সিংয়ের গাওয়া গান।
বাংলা হোক কিংবা হিন্দি উভয় ইন্ডাস্ট্রিতে এখন অরিজিতের একচ্ছত্র রাজত্ব। তবে গানের জগতে এই আকাশছোঁয়া সাফল্যের পরও কিন্তু জিয়াগঞ্জের ভূমিপুত্রের পা রয়েছে মাটিতেই। আজ পর্যন্ত অহংকার শব্দটা ছুঁতে পর্যন্ত পারেনি তাঁকে। গায়ক অরিজিতের পাশাপাশি মানুষ অরিজিৎ হিসেবেও জনপ্রিয় তিনি।
কিন্তু এহেন শিল্পীর ওপর হঠাৎ প্রচন্ড রেগে গেলেন সংগীত জগতের এক বর্ষীয়ান সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)। প্রসঙ্গত এখনকার দিনে বেশিরভাগ গানের ক্ষেত্রে দেখা যায় রিমিক্স ভার্সনের রমরমা। অরিজিৎ সিং নিজেও ইতি ইতিমধ্যেই গেয়েছেন একাধিক হিন্দি গানের রিমেক ভার্সন। তার মধ্যে অন্যতম হলো অনুরাধা পাড়োয়াল এবং পঙ্কজ উদাস এর গাওয়া ‘আজ ফির তুমপে পেয়ার আয়া গানটি’।
২৬ বছর পর হেট স্টোরিতে এই গানটির রিমেক ভার্সন গেয়েছিলেন অরিজিৎ। সেই গান শুনে নাকি অনুরাধা পাড়োয়ালের মনে হয়েছিল অরিজিতের এই গান নাকি পাতে যা দেওয়ার যোগ্য নয়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘আমাকে একজন ‘আজ ফির তুমপে’-এর রিমেক ভার্সনটা শোনার জন্য বলেছিলেন। উনি বলেন যে এটা নাকি সুপারহিট। কিন্তু শোনার পরেই আমি একেবারে চমকে উঠি। সঙ্গে সঙ্গে ইউটিউবে নিজের অরিজিনাল ভার্সনটা শুনে মনকে শান্ত করি।’
আসলে নিজের গাওয়া একাধিক সুপার হিট গানের মধ্যে অনুরাধা পাড়োয়াল নাকি মাঝেমধ্যে নিজের গাওয়া গানগুলো শুনতে থাকেন। তবে বেশিরভাগ সময় তিনি ভক্তিমূলক গানগুলো শুনতেই বেশি পছন্দ করেন। কিন্তু নিজের গাওয়া গানের রিমেক ভার্সনের গান নাকি তিনি একেবারেই তো সহ্য করতে পারেন না।
গায়িকার কথায় ‘কিন্তু যখন রিমেক ভার্সন শুনি, বাপরে আমার তো রীতিমতো ভয় করে। কান্না পেয়ে যায়, সেই সময় আমি নিজের গান চালিয়ে মনকে শান্ত করার চেষ্টা করি। তখন মনে হয় যাক বাবা কিছু ভালো গান শুনলাম’।