স্টার জলসার (Star Jalsha) ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। প্রত্যেকদিন সিরিয়ালের গল্প নতুন দিকে মোড় নিচ্ছে। এমনিতেই ডক্টর অনির্বাণ (Anirban) গুহ এবং রঞ্জাবতীর এন্ট্রির পর সিরিয়াল জমজমাট হয়ে গিয়েছে। রাধিকার (Radhika) নায়ক আসলে কে তা এখনও ধরতে পারছে না দর্শকরা। এসবের মাঝেই চলে এল সিরিয়ালের মোড় ঘোরানো পর্ব।
‘এক্কাদোক্কা’র নিয়মিত দর্শকরা জানেন, কিছুদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে রাধিকা। প্রথমে সবাই ভেবেছিল, রাধিকা হয়তো মা হতে চলেছে। কিন্তু পরে জানা যায়, তাঁর পেটে একটি বড় টিউমার রয়েছে এবং রাধিকার অবস্থাও বেশ সিরিয়াস। তবে অনির্বাণের চিকিৎসায় ফের নতুন জীবন ফিরে পায় সে। আস্তে আস্তে সুস্থও হয়ে উঠছে রাধিকা। তবে মান অভিমানের জন্য ‘অনিধিকা’র মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে।
আসলে রাধিকা এবং অনির্বাণের বিয়ে ঠিক হওয়ার পরেই তাঁর প্রেগন্যান্সির খবর সামনে আসে। হঠাৎ করে এই সত্যের মুখোমুখি হয়ে চমকে যায় অনির্বাণ। প্রায় সকলেই আঙুল তুলতে থাকে রাধিকার দিকে। তবে পরে টিউমারের কথা জানতে পারার পর ডক্টর গুহ নিজের ভুল বুঝতে পারেন। কিন্তু ততদিকে রাধিকার মনে অভিমানের মেঘ জমে গিয়েছে।
রাধিকার অভিমান দেখে অনির্বাণও ঠিক করে সে রাধিকাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। ঠিক তখনই একটি খারাপ খবর আসে। জানা যায়, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে ডক্টর গুহর। সে এখন হাসপাতালে ভর্তি। রঞ্জা একথা রাধিকাকে জানায়।
অনির্বাণের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে রাধিকা। হাসপাতালে যাবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে সে। প্রথমে সে ঠিক করে হাসপাতালে যাবে। কিন্তু পরে আবার মনে মনে ভাবে, সে তো অনির্বাণের বাড়ির কেউ নয়।
তবে শেষ পর্যন্ত সকল দ্বিধাদ্বন্দ্ব-মান অভিমানকে দূরে সরিয়ে অনির্বাণকে দেখতে হাসপাতালে ছুটে যায় রাধিকা। তাঁকে সেখানে দেখে রেগে আগুন হয়ে যায় ডক্টর গুহর পরিবারের সদস্যরা। তাঁরা সকলে রাধিকাকে অপমান করে। এবার এটাই দেখার, অনির্বাণের পরিবারের কাছ থেকে অপমানিত হয়ে কোন দিকে মোড় নেয় ‘অনিধিকা’ জুটির সম্পর্ক। রাধিকা অনির্বাণকে ক্ষমা করবে নাকি তাঁকে আবারও দূরে সরিয়ে দেবে এবার এটাই দেখার।