• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতি হলেও জীবনে নেই সুখ, মারণরোগে ভুগে দিন গুনছেন এই ৫ দক্ষিণী নায়িকা!

Published on:

South Indian actress who are suffering from difficult disease

তারকা (Celebrity) মানেই তাঁদের জীবনে শুধুমাত্র সুখই থাকবে। কমবেশি আমরা প্রত্যেকেই মনে মনে এই ধারণা পোষণ করি। তবে এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করলে একদিকে যেমন বিপুল সাফল্য আসে, তেমনই অনেক সময় আসে বিপর্যয়ও। একটানা শ্যুটিং, কঠোর ডায়েট মেনে চলার ফলে অনেক সময় তারকাদের স্বাস্থ্য় বেশ ক্ষতিগ্রস্ত হয়। আজকের প্রতিবেদনে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির ৫ নায়িকার (South Indian Actress) নাম তুলে ধরা হল যারা দুরারোগ্য ব্যধিতে (Disease) আক্রান্ত।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- দক্ষিণ ভারতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সামান্থা। শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। কয়েকমাস আগেই এই অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মায়োসিটিস নামে একটি রোগ হয়েছে। এটি মাংসপেশির এক ধরণের অসুখ। কয়েকদিন আগে অবধি বিদেশে চিকিৎসা চলছিল নায়িকার।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu disease

শ্রুতি হাসান (Shruti Haasan)- সাউথ সুপারস্টার কমল হাসানের মেয়ে তথা নামী অভিনেত্রী শ্রুতি হাসানের নামও তালিকায় রয়েছে। কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন, তাঁর এন্ডোমেট্রিয়োসিস এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম রয়েছে।

Shruti Haasan, Shruti Haasan disease

ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz)- দক্ষিণ ভারতের নামী নায়িকা ইলিয়ানা এখন বলিউডেরও পরিচিত মুখ। অক্ষয় কুমার, সইফ আলি খানদের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। শীঘ্রই মা হতে চলেছেন এই নায়িকা। সেই ইলিয়ানাই একবার জানিয়েছিলেন, তিনি ডিস্মোরফিয়া নামক একটি অসুখে আক্রান্ত। একটি এক ধরণের মানসিক রোগ।

Ileana D'Cruz, Ileana D'Cruz disease

নয়নতারা (Nayanthara)- দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নামে খ্যাত নয়নতারা। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির হাত ধরে শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। সেই নয়নতারাই একবার জানিয়েছিলেন, তাঁর কঠিন চামড়ার অসুখ রয়েছে। তাঁর কী রোগ রয়েছে তা জানা এখনও যায়নি। তবে নয়নতারার শারীরিক অসুস্থতার খবরে তাঁর অনুরাগীরা প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন।

Nayanthara, Nayanthara disease

পুনম কৌর (Poonam Kaur)- সাউথের নামী নায়িকা পুনমের নামও লিস্টে রয়েছে। দক্ষিণের এই নামী অভিনেত্রীও দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত।

Poonam Kaur, Poonam Kaur disease

কয়েকদিন আগেই পুনম জানিয়েছিলেন, তাঁর ফাইব্রোমালজিয়া নামের এক কঠিন রোগ রয়েছে। জানা গিয়েছে, এই রোগ থাকলে শরীরে ক্লান্তি আসে, ঘুম পায় এবং সেই সঙ্গেই স্মৃতি শক্তিও কমতে থাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥