বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন মিষ্টি সিং (Misty Singh)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’য়ে (Aalta Phoring) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। ধুমধাম করে ১৪ বছরের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া (Wedding) বাঁধলেন পর্দার ‘অমৃতা’।
বৃহস্পতিবার অর্থাৎ গতকাল শহর কলকাতার এক নামী হোটেলে বসেছিল বিয়ের আসর। মিষ্টির স্বামীর নাম রেমো দাস (Remo Das)। দুই পরিবারের সদস্য এবং কাছের মানুষদের সাক্ষী রেখে চারহাত এক হয় মিষ্টি এবং রেমোর। টেলিপাড়ার এই নামী অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মিষ্টি এবং রেমো।
‘আলতা ফড়িং’ অভিনেত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেন তিনি বলেন, ‘আমি তো তৈরিও ছিলাম না। দৌড়ে দৌড়ে নীচে নামী। দিদি আমাদের আশীর্বাদ করলেন, দারুণ অনুভূতি। আমরা কৃতজ্ঞ’। নবদম্পতির সঙ্গে মুখ্যমন্ত্রীর তোলা ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দীর্ঘ ১৪ বছরের প্রেম মিষ্টি এবং রেমোর। বিয়ের আগে অবধি অবশ্য প্রেমিককে ‘গোপন’ করেই রেখেছিলেন অভিনেত্রী। বিয়ের কয়েকদিন আগে তাঁর পরিচয় প্রকাশ্যে আনেন তিনি। মিষ্টি এবং রেমো মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করেননি। আইনি বিয়ের পাশাপাশি মালাবদল, সিঁদুরদান করেন তাঁরা। সেই সঙ্গে আংটি বদলও করেছেন নবদম্পতি।
বিয়ের দিন একেবারে রাজকীয় সাজে ধরা দিয়েছিলেন মিষ্টি। লাল লেহেঙ্গায় একেবারে রানীর মতো দেখাচ্ছিল তাঁকে। কুন্দনের হার, নথ, মাথাপট্টি, হাতে চূড়া এবং কলিরা পরে নিজের সাজ কমপ্লিট করেছিলেন ছোটপর্দার ভাদু। অপরদিকে রেমোও বৌয়ের সাজের সঙ্গে মিলিয়েই সেজেছিলেন। লাল এবং অফ হোয়াইট শেরওয়ানিতে ধরা দিয়েছিলেন নতুন বর।
মিষ্টির স্বামী রেমো টলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। গতকাল তাই তাঁদের বিয়েতে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন টেলি ইন্ডাস্ট্রির একাধিক তারকা। নীল-তৃণা থেকে শুরু করে রিজওয়ান রব্বানি শেখ, দেবচন্দ্রিমা সিংহ রায়, তন্বী লাহা রায়, চাঁদনি সাহার মতো ছোটপর্দার একাধিক জনপ্রিয় মুখের নাম ছিল নিমন্ত্রিতদের তালিকায়। পরিবারের সদস্য এবং কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মিষ্টি-রেমো।