এই মুহূর্তে বিনোদনের সংবাদ খুললেই চোখে পড়বে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে চর্চা। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি নিয়ে দর্শকমহলে চর্চা-আলোচনা চলছেই। মাত্র ৩০ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই ছবি ইতিমধ্যেই ১০০ কোটিরও বেশি টাকা আয় করে ফেলেছে। যদিও বাংলায় (West Bengal) ব্যান (Ban) করা হয়েছিল এই ছবি। তবে এবার বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে আর কোনও বাধা রইল না।
সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমার প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের শাসক দল। সেই কারণে এই রাজ্যে প্রদর্শিত হচ্ছিল না ‘দ্য কেরালা স্টোরি’। তবে এবার সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ চলার আপাতত কোনও বাধা রইল না।
বৃহস্পতিবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্ট মন্তব্য করে, গত ৮ মে পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রণ আইনের আওতায় সম্পূর্ণ রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ‘তবে আমাদের সামনে যে সব যুক্তি দেখানো হয়েছে, তাতে আমাদের মনে হয় পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিষয়টি যুক্তিসঙ্গত না। সেই জন্য সংশ্লিষ্ট সিনেমার ওপর জারি করা নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ করা হল’। বাংলায় কবে থেকে এই সিনেমা দেখা যাবে তা অবশ্য এখনও জানা যায়নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘দ্য কেরালা স্টোরি’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তখন ছবির পরিচালক সুদীপ্ত এক নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অনুরোধের সুরে বলেছিলেন, ‘দিদি একবার ছবিটা দেখুন। তারপর সিদ্ধান্ত নিন’। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শোনার পর একই সংবাদমাধ্যমের কাছে ফের একই অনুরোধ করেছেন তিনি।
‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় দেখানো হলে ‘অপ্রীতিকর পরিস্থিতি’ তৈরি হতে পারে, এই আশঙ্কার দিকে নজর রেখেই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। তবে এবার সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যে এই ছবি প্রদর্শনে কোনও বাধা রইল না।
প্রসঙ্গত উল্লেখ্য, সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা ইতিমধ্যেই গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদাহ শর্মা, সোনিয়া বালানির মতো তারকারা। ছবিটি দেখার পর অবশ্য দর্শকরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ ‘দ্য কেরালা স্টোরি’র উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ-বাণে বিঁধেছেন এই ছবিকে। তবে প্রশংসা হোক বা কটাক্ষ- গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমের শিরোনামে কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’ই রয়েছে।