বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। সুদর্শন দেখতে সুঠাম চেহারার অধিকারী এই অভিনেতা কে দেখলে ফ্যান হয়ে যান বাংলার অসংখ্য তরুণী। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘এখানে আকাশ নীল’-এর ডক্টর উজান চ্যাটার্জী হয়েই প্রথম বাংলা সিরিয়ালে হাতে খড়ি হয়েছিল তাঁর।
এছাড়া দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করে ফেলেছেন বেশ কিছু বাংলা সিনেমায়। ছোট পর্দায় দারুন নামডাক করার পর ইতোমধ্যেই ওয়েব সিরিজের (Web Series) দুনিয়াতেও পা রেখেছেন অভিনেতা। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম এর মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শ্বেতকালি’তে অভিনয় করে নজর কেড়েছেন ঋষি।
কাজেই বাংলা বিনোদন জগতের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। তবে বাংলা সিরিয়াল হোক কিংবা সিনেমা অথবা ওয়েব সিরিজ সর্বক্ষেত্রেই ঋষি কৌশিকের বাংলা শুনে কিন্তু বোঝার উপায় নেই যে তিনি নিজে আদতে একজন বাঙালি নন। অবাঙালি হয়েও ঝরঝরে বাংলায় কথা বলে আর দুর্দান্ত অভিনয় দক্ষতায় তিনি মনোরঞ্জন করে চলেছেন বাংলার দর্শকদের।
আদতে আসামের তেজপুরের বাসিন্দা ঋষি আসলে কিন্তু নিজে একজন অসমীয়া। আসামেই ছোট থেকে বড় হয়েছেন তিনি। পরবর্তীতে কলেজ শেষ করে কাজের সন্ধানে আসাম ছেড়ে কলকাতায় এসেছিলেন অভিনেতা। এরপর তাঁর কাছে সুযোগ আসে বাংলা সিরিয়ালে অভিনয় করার। সেই থেকে কলকাতাই হয়ে উঠেছে তাঁর নিজের জায়গা।
তাই সেই সফর জারি রয়েছে আজও। এখন বছর ভর হাতে কাজ থাকে এই অভিনেতার। তবে নিজের শিকড় কি আর ভোলা যায়! তাই ঋষির মন এখনও পড়ে থাকে আসামে। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই অভিনেতার আসল নাম কিন্তু ঋষি কৌশিক নয়। ঋষি আসলে তার ডাক নাম।
বিখ্যাত এই টেলি অভিনেতার আসল নাম কামাখ্যা কিংকর কৌশিক। কিন্তু আচমকা তিনি কেন নিজের নাম পরিবর্তন করলেন? সম্প্রতি নিউজ ১৮ বাংলার তরফে এই প্রশ্নের রাখা হয়েছিল অভিনেতার কাছে। জবাবে তিনি জানিয়েছেন ‘আসলে বাড়ির ডাক নামে লোকে বেশি ডাকতো। ওই নামটিই এখন ভালো নাম হয়ে গিয়েছে।’