• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নগ্ন করে গোপনাঙ্গে সূচ ফুটিয়েছিল! জীবনের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন শাহরুখ

Published on:

When Shahrukh Khan recalled his most embarrassing moment, having needles stuck in his private parts

বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের সেন্স অফ হিউমারের মাধ্যমে বারবার অনুরাগীদের মুগ্ধ করেছেন। শুধুমাত্র রোম্যান্সেই নয়, বুদ্ধিদীপ্ত কৌতুকেও যে তাঁর জুড়ি মেলা ভার তা একাধিকবার প্রমাণ করেছেন তিনি। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় হোক বা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আড্ডায়- শাহরুখের রসবোধের পরিচয় পাওয়া গিয়েছে একাধিকবার।

‘কিং খান’ এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজেকে নিয়েও নির্দ্বিধায় সকলের সামনে মজা করতে পারেন। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানান অজানা কাহিনী নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। বেশ কয়েক বছর আগে যেমন গোপনাঙ্গে সূচ ফোটানোর ঘটনা সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পর্দার ‘পাঠান’।

Shahrukh Khan needles in private part, Shahrukh Khan

ঘাড়ে চিকিৎসা করাতে গিয়ে কী অপ্রস্তুত পরিস্থিতির শিকার হতে হয়েছিল তা নিজেই জানিয়েছিলেন বলিউড ‘বাদশা’। শাহরুখ বলেন, একবার ঘাড়ের ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন তিনি। সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত চিকিৎসকের কাছে ছুটে যান তিনি। তাঁকে জানানো হয়, বিরাট বড় কোনও সমস্যা হতে পারে তাঁর। কণ্ঠস্বর হারানো থেকে শুরু করে চিরকালের মতো পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া- অনেককিছুই হতে পারে।

শেষ পর্যন্ত চিকিৎসক অ্যাকুপাংচারের সাহায্যে শাহরুখের চিকিৎসা করাবেন বলে ঠিক করেন। একথা শুনেই শাহরুখ খানিকটা ঘাবড়ে যান। কারণ তিনি ভেবেছিলেন, ঘাড়ে সূচ (Needles) ফোটানো হবে তাঁর। কিন্তু তাঁকে জানানো হয়, ঘাড় নয়, বরং গোপনাঙ্গে (Private Parts) সূচ ফোটানো হবে! একথা শুনেই আত্মারাম খাঁচা হয়ে যায় অভিনেতার।

Shahrukh Khan needles in private part, Shahrukh Khan

‘কিং খান’ জানান, চিকিৎসক তাঁকে বারবার জামা খোলার কথা বলছিলেন। এদিকে ভয়ে-দুশ্চিন্তায় তাঁর করুণ দশা! শেষ পর্যন্ত শাহরুখকে নগ্ন করিয়ে তাঁর গোপনাঙ্গে ইয়া বড় সূচ ফোটানো হয়! বহু বছর পর খানিক মজার ছিলেই সকলের সঙ্গে এই ঘটনা ভাগ করেছিলেন অভিনেতা। তবে সেই সময় তাঁকে যে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাও স্বীকার করে নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ব্লকবাস্টার ‘পাঠান’ ছবিতে। চলতি বছর জানুয়ারি মাসে রিলিজ করেছিল সেই সিনেমা। এরপর তাঁকে দেখা যাবে অ্যাটলি কুমারের ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’তে। চলতি বছরই মুক্তি পাবে এই দুই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥