• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাপও ড্রাইভারি জানে! ‘পঞ্চমী’তে সাপের গাড়ি চালানোর দৃশ্য দেখে খিল্লি শুরু নেটপাড়ায়

Published on:

Star Jalsha’s Panchami got trolled after showing a snake is driving a car

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘পঞ্চমী’ (Panchami)। একঘেয়ে পরকীয়া-কূটকচালির ভিড়ে নাগ-নাগিনীদের নিয়ে তৈরি হওয়া এই সিরিয়াল অল্প সময়েই স্থান করে নিয়েছে দর্শকমনে। তবে দর্শকদের ভালোবাসা পেলেও, বহুবার আজগুবি জিনিস দেখিয়ে ট্রোলের সম্মুখীনও হয়েছে এই সিরিয়াল। সম্প্রতি যেমন ‘পঞ্চমী’তে সাপের (Snake) গাড়ি (Car) চালানো দেখে খিল্লি শুরু হয়েছে নেটপাড়ায়।

‘পঞ্চমী’র নিয়মিত দর্শকরা জানেন, এই ধারাবাহিকের নায়িকা এবং খলনায়িকা দু’জনেই ইচ্ছাধারী নাগিন। নায়ক কিঞ্জলকে নিয়ে একপ্রকার দড়ি টানাটানি চলছে দু’জনের মধ্যে। এসবের মাঝেই এবার সিরিয়ালের সাম্প্রতিক এক পর্বে দেখানো হয়েছে, সাপ রূপী চিত্রা তথা কালনাগিনী গাড়ি চালিয়ে (Driving) নিয়ে যাচ্ছে। সাপের গাড়ি চালানোর দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে নেটিজেনদের।

Panchami, Panchami trolled, snake driving a car in Panchami

সিরিয়ালের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পঞ্চমী তাঁর স্বামী কিঞ্জলের প্রাণ বাঁচাতে চায়। কিন্তু এক তান্ত্রিক নিজের শক্তি ব্যবহার করে তাঁকে পাথর করে দেয়। স্বামীর এই অবস্থা দেখে মহাদেবের কাছে আকুল প্রার্থনা শুরু করে পঞ্চমী। এই অবস্থায় সাপ রূপ ধারণ করে পাথকর কিঞ্জলকে নিয়ে পালিয়ে যায় কাল নাগিনী।

‘পঞ্চমী’র এই দৃশ্য দেখে দেদার ট্রোলিং শুরু হয়েছে নেটপাড়ায়। একজন নেটিজেনের প্রশ্ন, ‘সাপ ড্রাইভারি পরীক্ষা পাশ করল কীভাবে? ওঁর কি লাইসেন্স নেই?’ আর একজনের আবার বক্তব্য, ‘সাপ গাড়ি চালানো শিখে গিয়েছে, এদিকে আমি এখনও সাইকেল চালাতে শিখতে পারলাম না। বিদায় পিথিবি…’।

Panchami, Panchami trolled

যদিও এই প্রথম নয়, এর আগেও আজগুবি দৃশ্য দেখিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছে সুস্মিতা দে, রাজদীপ গুপ্ত অভিনীত এই সিরিয়াল। এর আগে পঞ্চমীকে অর্ধেক নারী এবং অর্ধেক সাপ রূপে জলের নীচে ভাসতে দেখেও ট্রোলের বন্যা বয়েছিল নেটপাড়ায়। অনেকে আবার পঞ্চমীর সঙ্গে কমোডের মধ্যে ভাসতে থাকা টিকটিকির তুলনাও করেছিল।

যদিও এসব ট্রোলিংকে পাত্তা দিতে নারাজ ‘পঞ্চমী’ নায়িকা সুস্মিতা দে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চললেও টিআরপি তালিকায় এই সিরিয়ালের পারফরম্যান্স কিন্তু বেশ ভালো। অতিরঞ্জিত কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি এই সিরিয়াল দর্শকদের দেখতে যে বেশ ভালোলাগছে তা বুঝে নিতে কোনও অসুবিধা হয় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥