• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের চারপাশ ঢেকে গেছে ডার্ক সার্কেলে? রইল ‘চোখের কালি’ দূর করার ৫ সহজ ঘরোয়া পদ্ধতি

এমন অনেক মানুষ আছেন যাদের সবার প্রথমে নজর যায় চোখের (Eyes) ওপর। কথাতেই আছে, একজন মানুষ মুখ ফুটে কোনও কথা না বললেও তাঁর চোখ হাজার কথা বলে। তবে চোখের নীচে যদি কালি তথা ডার্ক সার্কেল (Dark Circle) থাকে, তাহলে চোখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। অনেকেই আছেন যাদের ডার্ক সার্কেল দূর করার চিন্তায় ঘুম উড়েছে। আজকের প্রতিবেদনে তাই ডার্ক সার্কেল দূর করার ৫টি সহজ-ঘরোয়া পদ্ধতি (Home Remedies) তুলে ধরা হল।

ডার্ক সার্কেল হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। মানসিক চাপ থেকে শুরু করে ঘুম কম হওয়া থেকে হয়ে খামখেয়ালি জীবনযাপন, হরমোনাল পরিবর্তন- চোখের নীচের কালির কারণ হতে পারে অনেককিছু। এছাড়া বংশগত কারণেও আসতে পারে ডার্ক সার্কেল। বাজারে বহু ক্রিম জাতীয় দ্রব্য পাওয়া যায় যা ডার্ক সার্কেল দূর করে বলে দাবি করা হয়। তবে অনেক সময়ই দেখা যায় সেগুলি কাজে আসছে না। সেই জন্য আজ চোখের কালি দূর করার ৫টি সহজ ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হল।

   

Dark circle, Dark circle home remedy

টম্যাটো (Tomato)- প্রাকৃতিক উপায়ে ডার্ক সার্কেল দূর করতে টম্যাটো দারুণ কাজে আসে। অবশ্য শুধুমাত্র চোখের নীচের কালি দূর করাই নয়, টম্যাটো ত্বক নরম এবং সতেজ রাখতেও দারুণ কার্যকরী। টম্যাটোর রসের সঙ্গে আপনি যদি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগান তাহলে আরও বেশি উপকার পাবেন।

Tomato eye mask, Dark circle home remedy

আলু (Potato)- টম্যাটোর মতো ডার্ক সার্কেল দূর করতে আলুও ভীষণ কাজে আসে। আলুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ যদি চোখের নীচে লাগান তাহলে দেখবে ফল পাচ্ছেন।

Potato eye mask, Dark circle home remedy

ঠাণ্ডা টি ব্যাগ (Cold Tea-bag)- প্রথমে একটি টি-ব্যাগ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা করার জন্য সেটি ফ্রিজে ভরে রাখুন। ঠাণ্ডা হয়ে যাওয়ার পর সেটি বের করে চোখে আলতো করে লাগান। প্রত্যেকদিন ১০ মিনিট ঠাণ্ডা টি-ব্যাগ লাগালেই ফল পাবেন।

Cold tea bag eye mask, dark circle home remedy

ঠাণ্ডা দুধের সর (Cold Milk)- চোখের নীচের কালি দূর করতে ঠাণ্ডা দুধের সরও প্রচণ্ড কাজে আএসে। প্রথমে একটি পাত্রে কাঁচা দুধ নিন। এরপর সেটি ঠাণ্ডা করার জন্য ফ্রিজে ভরে রাখুন। ঠাণ্ডা হয়ে গেলে তুলো দিয়ে চোখের নীচে আলতো করে লাগান। রোজ দু’বার যদি এটি ব্যবহার করে তাহলেই ফল পাবেন।

Cold milk eye mask, Dark circle home remedy

কমলা লেবুর খোসা (Orange Peel)- চোখের ডার্ক সার্কেল দূর করতে কমলা লেবুর খোসাও প্রচণ্ড কার্যকরী। প্রথমে কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে নিন। এরপর ভালো করে সেটি পিষুন।

Orange peel eye mask, Dark circle home remedy

কমলা লেবুর খোসার এই পাউডারের সঙ্গে এবার অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিন। এরপর তুলো দিয়ে এই মিশ্রণ চোখের নীচে লাগান। কিছুদিন ব্যবহার করলেই ফল পাবেন।

বি দ্রঃ- ডার্ক সার্কেল দূর করার জন্য কিছু ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

site