পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার (Raghav Chadha) হাত ধরে ভালোবাসার রঙে সেজে উঠেছে বলিউড এবং রাজনীতির দুনিয়া। মাস খানেক আগে থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তা নিয়ে চর্চা চলতে চলতেই এনগেজমেন্ট (Engagement) সেরে ফেলেন দু’জনে। তিন দিন আগে দিল্লিতে ধুমধাম করে আয়োজিত হয়েছিল রাঘব-পরিণীতির বাগদান অনুষ্ঠান। কিন্তু এরপর কিছুদিন যেতে না যেতেই রাঘবকে বিদায় জানিয়ে দিলেন বলি অভিনেত্রী!
রাঘব এবং পরিণীতিকে একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা গিয়েছিল, এরপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জনে মুখর হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তখন ‘হ্যাঁ’, ‘না’ কিছুই বলেননি দুই তারকা। এরপর একসঙ্গে আইপিএল ম্যাচ দেখতে যান দু’জনে। তখনই কার্যত তাঁদের সম্পর্কে শিলমোহর পড়ে যায়। এরপর তিন দিন আগে বাগদান সেরে নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান দু’জনে।
রাঘব- পরিণীতির রাজকীয় বাগদান অনুষ্ঠান নিয়ে এখনও চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এসবের মাঝে হঠাৎই হবু স্বামীকে বিদায় জানিয়ে দিলেন ‘ইশকজাদে’ নায়িকা। না, তাঁদের সম্পর্ক ভাঙেনি। বরং এনগেজমেন্টের পর আরও গভীর হয়েছে তাঁদের ভালোবাসা। কিন্তু তাহলে কেন রাঘবের উদ্দেশে ‘বিচ্ছেদের বার্তা’ দিলেন অভিনেত্রী?
বি টাউনের এই নতুন কাপলের এনগেজমেন্ট অনুষ্ঠানের আসর বসেছিল দিল্লিতে। ভালোয় ভালোয় সেই অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার কাজে ফিরছেন রাঘব-পরিণীতি। কর্মসূত্রে রাঘব দিল্লিতে থাকলেও, প্রিয়াঙ্কার বোনকে মুম্বইয়ে ফিরে আসতে হয়েছে। শহর ছাড়ার সময় একটি ছবি পোস্ট করে পরিণীতি লেখেন, ‘বিদায় দিল্লি, আমার দিল (মন) এখানে রেখে গেলাম’। ‘দিল’ বলতে পরিণীতি যে হবু স্বামী রাঘবকেই ইঙ্গিত করেছেন তা বুঝে গিয়েছেন নেটিজেনরা।
গত ১৩ মে দিল্লির কাপুরতলা হাউসে রাজকীয় কায়দায় আংটি বদল সেরেছিলেন রাঘব- পরিণীতি। বিকেল ৫টা নাগাদ প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল অনুষ্ঠান। এরপর রাত ৮টা নাগাদ আংটি বদল করেন দু’জনে। রাঘব- পরিণীতির পরিবারের সদস্যরা ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড এবং রাজনীতির দুনিয়ার একাধিক নামী ব্যক্তিত্ব।
আইভরি পোশাকে সেজে উঠেছিলেন রাঘব এবং পরিণীতি। নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, মনীশ মলহোত্রা, সানিয়া মির্জার মতো নামী ব্যক্তিত্বরা। লস অ্যাঞ্জেলস থেকে এসেছিলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কাও। ব্যস্ততার কারণে ‘জিজু’ নিক জোনাস শ্যালিকার আংটি বদল অনুষ্ঠানে আসতে পারেননি।