দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষে বক্স অফিস কাঁপাতে আসছে ‘ডন ৩’ (Don 3)। দক্ষিণ ভারতীয় ছবির দাপটে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির যখন করুণ দশা, সেই সময়ই দর্শকদের ‘ডন’র ফেরত আসার কথা জানান নির্মাতারা। সিনেপ্রেমী মানুষরাও শাহরুখকে (Shah Rukh Khan) ফের একবার ‘ডন’ অবতারে দেখার আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তবে এবার জানা গেল, এই সিনেমায় থাকবেন না ‘কিং খান’।
শাহরুখের কেরিয়ারের অত্যন্ত হিট ছবি হল ‘ডন’ এবং ‘ডন ২’। এই দুই ছবি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেই সঙ্গেই বক্স অফিসেও রাজত্ব করেছিল ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির দুই সিনেমা। স্বাভাবিকভাবেই তাই দর্শকরা ভেবেছিলেন, তৃতীয় ছবিতেও ফের ‘বাদশা’কেই দেখা যাবে। শাহরুখের কাছে ছবির প্রস্তাবও গিয়েছিল। তবে শোনা যাচ্ছে, তিনি সেই অফার রিজেক্ট (Reject) করে দিয়েছেন।
সূত্র মারফৎ খবর, এই মুহূর্তে ‘ডন ৩’ করতে একেবারেই রাজি নন শাহরুখ। তাঁর মতে, এখন দাঁড়িয়ে তিনি যে ধরণের ছবির ওপর ফোকাস করতে চাইছেন, ‘ডন ৩’ একেবারেই সেই ধরণের সিনেমা নয়। তাঁর মতে, ‘ডন ৩’ এই মুহূর্তে ‘চমকপ্রদ’ একটি ভাবনা ছাড়া আর কিছুই নয়। সেই জন্যই ফারহান আখতারের (Farhan Akhtar) এই সিনেমা রিজেক্ট করেছেন তিনি।
আগে শোনা গিয়েছিল, মেগা বাজেট এই ছবিতে বলিউডের তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে। পুরনো দুই ‘ডন’ অর্থাৎ অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের সঙ্গে নতুন প্রজন্মের এক অভিনেতাকে ‘ডন ৩’তে নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে, শাহরুখ এই ছবির অফার রিজেক্ট করে দেওয়ায় ফারহানের প্ল্যানিংও একেবারে ঘেঁটে গিয়েছে।
ইতিমধ্যেই শাহরুখের বদলির খোঁজও শুরু করে দিয়েছেন ফারহান। ইন্ডাস্ট্রির একাধিক নামী অভিনেতার সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন ‘ডন’ নির্মাতারা। তবে নেটিজেনদের একাংশ এই খবর শুনে প্রচণ্ড কষ্ট পেয়েছেন। তাঁদের মতে, শাহরুখকে ছাড়া ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা কল্পনাই করা যায় না।
তবে নেটিজেনদের অপর অংশ আবার বলছে, শাহরুখ না করলে ‘ডন ৩’তে ঋত্বিক রোশন অথবা রণবীর সিংকে নিতে পারে নির্মাতারা। কারণ তাঁরা প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের খুব কাছের। তাই নতুন ‘ডন’ হওয়ার রেসে আপাতত তাঁরাই এগিয়ে রয়েছেন। এবার দেখা যাক, শেষ পর্যন্ত ‘ডন’ হওয়ার লড়াইয়ে বাজিমাত করেন কে।