জি বাংলার ‘দিদি নম্বর ১’ (Didi No 1) সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন টলিউডের নামী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। একসময় নিজের দুর্দান্ত অভিনয়ের গুণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন, এখন তুখোড় সঞ্চালনার গুণে স্থান করে নিয়েছেন বঙ্গবাসীর ড্রয়িংরুমে। গত কয়েক বছর ধরে ‘দিদি নম্বর ১’র সঞ্চালনা করছেন টলি সুন্দরী।
মাঝখানে বহুবার শোনা গিয়েছে, রচনা এই শো ছাড়তে চলেছেন। টিআরপি কিছুটা কমে যাওয়ায় একবার এও শোনা গিয়েছিল, রচনাকে বাদ দিয়ে নতুন সঞ্চালিকা আনতে পারে নির্মাতারা। তবে সেসব ছিল নেহাতই গুজব। সময়ের সঙ্গেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। তবে এবার শো থেকে সরে দাঁড়ালেন রচনা নিজে! সম্প্রতি একথা নিজে জানিয়েছেন অভিনেত্রী।
জি বাংলার বহু পুরনো শো ‘রান্নাঘর’ টিআরপির অভাবে বন্ধ হয়েছে। তবে রচনার শোয়ে টিআরপির সমস্যা নেই। প্রত্যেক সপ্তাহেই ভালো পয়েন্ট অর্জন করে এই শো। ‘দিদি নম্বর ১’র এত সাফল্যের পিছনে রচনার অবদান রয়েছে প্রচুর। তবে এবার সেই সঞ্চালিকাই কিনা শো থেকে সরে দাঁড়ালেন!
সম্প্রতি দর্শকদের একটি ‘দুঃসংবাদ’ দেন ‘দিদি নম্বর ২’ সঞ্চালিকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শো থেকে বিরতি (Break) নেওয়ার কথা জানান তিনি। তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। কারণ রচনা বিরতি নিলেও ‘দিদি নম্বর ১’ কিন্তু বন্ধ হচ্ছে না। সঞ্চালিকাও পাকাপাকিভাবে শো ছেড়ে দিচ্ছেন না।
আসলে রচনা দু’সপ্তাহের জন্য গ্রীষ্মের ছুটি কাটাতে যাচ্ছেন। ছেলে এবং বন্ধুবান্ধবদের নিয়ে ইউরোপ রওনা দিয়েছেন অভিনেত্রী। সেই জন্যই এই দু’সপ্তাহ শো থেকে বিরতি নিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শকদের একথা নিজেই জানিয়েছেন সঞ্চালিকা।
রবিবার ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে রচনা লেখেন, ‘গ্রীষ্মের ছুটির উদ্দেশে রওনা দিলাম। আমার অনুরাগীদের জানাই, ২ সপ্তাহ লাইভ বন্ধ থাকবে। তবে আমি ফিরে এসেই আবার নিজের কাজে যোগ দেব’। প্রিয় অভিনেত্রীকে যাত্রার আগে শুভকামনা জানিয়েছেন অনুরাগীরা।